স্কুলে বোমা হামলায় ৬০ জন নিহত : জেলেনস্কি

সর্বমোট পঠিত : 110 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

উল্লেখ্য, ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে শুরু হয় এই অভিযান। রাশিয়ার ছোঁড়া বোমা আর রকেটে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর। এরইমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। শরণার্থী হয়েছেন লাখ লাখ মানুষ।

ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধে ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের পূর্বাঞ্চলীয় বিলোহোরিভকা গ্রামের একটি স্কুলে রুশ সেনাদের বোমা হামলায় ৬০ জন হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।

এর আগে গতকাল রোববার লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই জানান, 'রাশিয়ান বাহিনী স্কুলে বোমা হামলা চালিয়েছে। এতে দুই জনের নিহতের খবর পাওয়া গেছে।

ধ্বংসস্তূপ থেকে আরও ৩০ জন বেসামরিক নাগরিককে বের করে আনা হয়েছে'।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই স্কুল ভবনে ৯০ জন লোক আশ্রয় নিয়েছিলেন এবং হামলার পর তাদের মধ্যে ৩০ জনকে উদ্ধার করা সম্ভব হয়।

আজ সোমবার মস্কোর বিজয় দিবস উদযাপনে বাড়তি নজর রাশিয়ায়। ইউক্রেন নিয়ে দিতে পারে বড় ঘোষণা।

এদিকে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে সাত শিল্পোন্নত দেশের সংগঠন জি-৭। সংগঠনটির নেতারা বলেছেন, তারা রাশিয়ার জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা ধাপে ধাপে কমিয়ে আনবেন।

অন্যদিকে, যুদ্ধ পরিস্থিতির ভেতরেই ইউক্রেন সফর করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রোববার এক অঘোষিত সফরে রাজধানী কিয়েভে পৌঁছান তিনি। এ সময় ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ঘোষণা দেন।

এছাড়া শীর্ষ দুই মন্ত্রীর পর এবার ইউক্রেন সফর করলেন মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেন।

উল্লেখ্য, ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে শুরু হয় এই অভিযান। রাশিয়ার ছোঁড়া বোমা আর রকেটে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর। এরইমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। শরণার্থী হয়েছেন লাখ লাখ মানুষ। 

সূত্র : বিবিসি

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি