এলাকায় শোকের ছায়া

পদ্মায় ফুটবল তুলতে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু

শিক্ষার্থীর মৃত্যু
সর্বমোট পঠিত : 97 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বৃহস্পতিবার দুপুরে ইউসুফ আলী ও সামিরুল ইসলাম সম্রাটসহ বেশ কয়েকজন বন্ধুরা মিলে পদ্মার চরে ফুটবল খেলছিল। এ সময় ফুটবল পদ্মা নদীতে পড়লে ইউসুফ ও সম্রাট ফুটবল তুলতে নদীতে নামেন। এ সময় পদ্মার প্রবল স্রোতে তারা তলিয়ে যান।


কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে নদীতে ফুটবল তুলতে নেমে দুই কলেজ শিক্ষার্থীর নিখোঁজ হন।
পরে, সন্ধ্যায় উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকা থেকে তাদের মরদেহ দু'টি উদ্ধার করা হয়।

দৌলতপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন- ইউসুফ আলী (১৯) ও সামিরুল ইসলাম সম্রাট (১৮)।

এরমধ্যে ইউসুফ আলী ফিলিপনগর মরিচা (পিএম) ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও ফিলিপনগর কবিরাজপাড়া গ্রামের বাবুল কবিরাজ ছেলে। এবং সামিরুল ইসলাম সম্রাট একই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও একই এলাকার কুমির উদ্দিনের ছেলে।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা প্রবীর কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, দুই শিক্ষার্থী পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা নৌকা নিয়ে তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় এবং পরে তাদের সঙ্গে ভেড়ামারা ফায়ার সার্ভিসের ডুবুরিরা যুক্ত হয়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মরদেহ দুটি উদ্ধারের পর নিহতদের স্বজনরা বাড়ির পথে রওনা হয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে ইউসুফ আলী ও সামিরুল ইসলাম সম্রাটসহ বেশ কয়েকজন বন্ধুরা মিলে পদ্মার চরে ফুটবল খেলছিল। এ সময় ফুটবল পদ্মা নদীতে পড়লে ইউসুফ ও সম্রাট ফুটবল তুলতে নদীতে নামেন। এ সময় পদ্মার প্রবল স্রোতে তারা তলিয়ে যান।

এদিকে এমন মৃত্যুর খবরে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি