গাইবান্ধায় ভূমি দস্যু কর্তৃক মসজিদের ঈমামকে মারপিটের ঘটনায় থানায় মামলা দায়ের আটক-১

সর্বমোট পঠিত : 124 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এ ঘটনায় বিবাদীর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে,যাহার মামলা নং,১/২২ উক্ত মামলায় পুলিশ প্রশাসন গত ০৬ /০৫/২০২২ ইং তারিখে ১নং প্রধান আসামী আসাদুল ইসলাম ওরফে মশাকে গ্রেফতার করে।ঘটনায় এলাকাবাসী পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের বালাবামুনিয়া গ্রামের আঃবারী মিয়ার সাথে একই গ্রামের আঃ মজিদের পুত্র আশাদুল ইসলাম ওরফে মশা মিয়ার সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমার বিষয় নিয়ে দন্ডকলহ চলে আসছিল।

এরিধারাবাহিকতায় গত-৪-০৫-২২ ইং তারিখে মসজিদের ইমাম আঃ বারী মিয়া নিজের ফসলী জমি দেখার জন্য জমিতে প্রবেশ করার পরপরেই পূর্বে থেকে ঔত পেতে থাকা মশা বাহিনী সন্তাসী কায়দায় দলবদ্ধ ভাবেই মামকে এলো পাথাড়ি মারদর করে এবং গুরুত্বর আহত করে। ঈমামের ডাক চিৎকারে এলাকাবাসী আগাইয়া আসিলে মশা বাহিনী চলে যায়পরে স্থানীরা উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে এলাকাবাসী জানান, আসাদুল ইসলাম ওরফে মশার অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা ও চুরি ছিনতাই এর অভিযোগও রয়েছে।

এ ঘটনায় বিবাদীর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে,যাহার মামলা নং,১/২২ উক্ত মামলায় পুলিশ প্রশাসন গত ০৬ /০৫/২০২২ ইং তারিখে ১নং প্রধান আসামী আসাদুল ইসলাম ওরফে মশাকে গ্রেফতার করে।ঘটনায় এলাকাবাসী পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি