পুলিশের ধাওয়ায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, এসআই প্রত্যাহার

সর্বমোট পঠিত : 160 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে অভিযুক্ত পুলিশের উপ-পরিদর্শক রওশন ফেরদৌসকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জ বন্দরে পুলিশের ধাওয়ায় বাড়ির পাশের ডোবায় পড়ে নিখোঁজের চারদিন পর মো. বাবু (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার নবীগঞ্জের বাগবাড়ি এলাকার একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করে দমকল বাহিনীর সদস্যরা। হাসিনা বেগম নামে বাবুর এক প্রতিবেশীর অভিযোগের ভিত্তিতে রোববার রাতে বাবুকে গ্রেপ্তারে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। ওই সময় বাবু বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বন্দর থানার এসআই মো. রওশন ফেরদৌসকে প্রত্যাহার করা হয়েছে। বাবু বাগবাড়ি এলাকার মো. শোভা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কম্পিউটার অপারেটর। ২৩ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর দুলাল প্রধানের অফিসের কম্পিউটার অপারেটর ছিলেন তিনি। এ ঘটনায় অভিযোগকারী হাসিনা বেগম ও তার মেয়ে সেলিনা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বাবুর পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের বাগবাড়ি এলাকায় কিছুদিন আগে বাড়ি করেন হাসিনা বেগম। তার বাড়িতে অপরিচিত মানুষের আনাগোনা থাকায় বাবু ও তার বন্ধুরা কয়েক দিন আগে বেশ কয়েকজনকেসহ হাসিনা ও তার মেয়ে সেলিনাকে অবরুদ্ধ করে। পরে হাসিনা ও তার মেয়ে সেলিনা বাবুর সঙ্গে সমঝোতা করতে বাধ্য হন। এ নিয়ে বাবুর বিরুদ্ধে হাসিনা বেগম ২০ হাজার টাকা চাঁদা দাবি ও লুটপাটের অভিযোগ করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশার কাছে। কিন্তু কাউন্সিলর বিচারের কোনো উদ্যোগ না নেওয়ায় হাসিনা বন্দর থানায লিখিত অভিযোগ দেন। 

এ অভিযোগের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে বাবুকে ধরতে তার বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় বাবু পুলিশ দেখে বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দেয়। তারপর থেকে নিখোঁজ ছিলেন বাবু। নিখোঁজের চার দিন পর বুধবার বিকেলে ডোবায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দমকল বাহিনীর সহায়তায় মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযোগকারী হাসিনা ও তার মেয়ে সেলিনাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে অভিযুক্ত পুলিশের উপ-পরিদর্শক রওশন ফেরদৌসকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করা হয়েছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি