টাঙ্গাইলে নদীতে ঈদের গোসল করতে গিয়ে বজ্রপা‌তে স্কুলছাত্রসহ ৩ জনের মৃত্যু

টাঙ্গাইলে নদীতে ঈদের গোসল করতে গিয়ে বজ্রপা‌তে স্কুলছাত্রসহ ৩ জনের মৃত্যু
সর্বমোট পঠিত : 136 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

দশ‌কিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মা‌লেক ভুইয়া ব‌লেন, ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য সকাল ৭টার দিকে ওই তিনজনসহ পাঁচজন বাড়ির পাশের নিউ ধলেশ্বরী নদীতে গোসল করতে যান। এসময় বজ্রপা‌ত হলে তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়।

টাঙ্গাইলের কা‌লিহাতী‌ উপজেলায় ঈদের নামাজে যাওয়ার আগে নদীতে গোসল করতে নেমে বজ্রপা‌তে দুই স্কুলছাত্রসহ তিনজন মারা গেছেন। এতে এলাকায় শোকের মাতম বইছে।  

মঙ্গলবার (৩ মে ) সকা‌লে উপ‌জেলার দশ‌কিয়া ইউনিয়নের হা‌তিয়া এলাকায় নদীর পা‌ড়ে নদীতে গোসল কর‌তে গি‌য়ে প্রাণ হারিয়েছেন তারা।

মৃতরা হলেন হাতিয়া দক্ষিণপপাড়ার রবিউল ইসলামের ছেলে মো. আরিফুল (১৪), দশকিয়া বাড়ারিপাড়ার জুলহাস ছেলে ফয়সাল মিয়া (১৪) ও শুকুর আলীর ছেলে মোস্তফা মিয়া। মোস্তফা  হাতিয়া গ্রামের রাজ্জাক মিয়ার জামাতা। তিনি শ্বশুর বাড়ি এসেছিলেন। আরিফুর ও ফয়সাল দশকিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

দশ‌কিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মা‌লেক ভুইয়া ব‌লেন, ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য সকাল ৭টার দিকে ওই তিনজনসহ পাঁচজন বাড়ির পাশের নিউ ধলেশ্বরী নদীতে গোসল করতে যান। এসময় বজ্রপা‌ত হলে তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়।
এদিকে এ ঘটনার পর থেকে ওই এলাকায় ঈদের আনন্দের বদলে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি