দল থেকে বহিস্কারের পর

অবশেষে হেলেনা জাহাঙ্গীর গ্রেপ্তার !

হেলেনা জাহাঙ্গীর গ্রেপ্তার
সর্বমোট পঠিত : 153 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সম্প্রতি ফেসবুকে বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের ব্যানারে সংগঠনটির জেলা, উপজেলা ও বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দিয়ে সারাদেশেই আলোচনায় ওঠে আসেন হেলেনা জাহাঙ্গীর। নেতা বানানোর ঘোষণা দিয়ে ছবি পোস্ট করার ফলে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয় সারা দেশেই।



নিউজ ডেস্ক:
বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটি থেকে অব্যাহতি পাওয়া দেশের এই মুহুর্তেতর সবচেয়ে আলোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাতেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চত করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু ।  

এর আগে ২৯ জুলাই বৃহস্পতিবার রাত ৮টা থেকে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসা ঘিরে রাখে এবং ওই বাসায় অভিযান শুরু করা হয়। অভিযান চলে রাত সোয়া ১২টা পর্যন্ত। এরপর হেলেনা  জাহাঙ্গীরকে তুলে নেন র‌্যাবের মহিলা সদস্যরা।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এ সময় সাংবাদিকদের আরো বলেন, আমরা একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছি। আমরা এখন তাকে র‌্যাবের হেড কোয়ার্টারে নিয়ে যাব। জিজ্ঞাসাবাদ শেষে পরে আমরা সাংবাদিকদের সামনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্রিফ করবো।

তিনি আরো জানান. অভিযানের সময় হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ক্যাসিনো খেলার সরঞ্জাম, ওয়াকটকি, বিদেশি চাকু উদ্ধার করা হয়েছ।

এর আগে র‌্যাবের আরেকজন কর্মকর্তা বলেন, অভিযানের সময় তার বাসায় বিপুল পরিমাণ মাদক ও  হরিণের চামড়া পাওয়া গেছে।  মাদকবিরোধী আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তার বিরুদ্ধে মামলা হতে পারে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালানো হয়েছে। অভিযান শেষে সবকিছু জেনে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।

নানা অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে গত রোববার বাংলাদেশ আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে  অব্যাহতি দিয়ে  আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে বলা হয়, হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতি বহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আর দেলর উপকমিটির সদস্যপদ থেকে বহিষ্কারের পর ভেঙ্গে পড়েন হেলেনা জাহাঙ্গীর। দলের অনুকম্পা পেতে বিহস্কারের একদিন পরই ফেসবুক লাইভে এসে হেলেনা জাহাঙ্গীর কান্নায় ভেঙে পড়েন। এসময় তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন।

জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সিইও হেলেনা জাহাঙ্গীর ২০২০ সালের ডিসেম্বরের দিকে তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন। গত ১৭ জানুয়ারি তিনি আওয়ামী লীগের মহিলাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য হন। আবদুল মতিন খসরু মারা গেলে ওই আসনে মনোনয়নের জন্য দলীয় ফরমও সংগ্রহ করেছিলেন আলোচিত এই নারী নেত্রী। তবে দল তাকে মনোনয়ন দেননি।

সম্প্রতি ফেসবুকে বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের ব্যানারে সংগঠনটির জেলা, উপজেলা ও বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দিয়ে সারাদেশেই আলোচনায় ওঠে আসেন হেলেনা জাহাঙ্গীর। নেতা বানানোর ঘোষণা দিয়ে ছবি পোস্ট করার ফলে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয় সারা দেশেই।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি