কোস্টগার্ডের অভিযানে ৭০ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

কোস্টগার্ডের অভিযানে ৭০ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
সর্বমোট পঠিত : 113 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত জালসমূহ নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং স্টেশন কমান্ডার পাগলা এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। কোস্টগার্ডের দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মৎস্য সম্পদ সংরক্ষণ ও নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ঢাকা জোনের অধিনস্ত  বিসিজি স্টেশন পাগলার একটি অপারেশন দল মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রীজ  সংলগ্ন পঞ্চসার, গুশাইবাগ ও বিনোদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪টি গোডাউন থেকে ৭০ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে।বুধবার (২৭ এপ্রিল) সকালে এতথ্য জানান কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার লাবিব উসামা আহমাদুল্লাহ্, বিএন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৬ এপ্রিল)  সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস্ সাদেকিন নির্নয় এর নেতৃত্বে মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রীজ  সংলগ্ন পঞ্চসার, গুশাইবাগ ও বিনোদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকার ৪ টি কারেন্ট জাল এর গোডাউনে অভিযান পরিচালনা করে আনুমানিক ২ কোটি ৩০ লক্ষ মিটার ব্যবহার নিষিদ্ধ নতুন কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ৭০ কোটি টাকা। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবীর, মুন্সীগঞ্জ সদর এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, মুন্সীগঞ্জ সদর ।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত জালসমূহ নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং স্টেশন কমান্ডার পাগলা এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। কোস্টগার্ডের দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মৎস্য সম্পদ সংরক্ষণ ও নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি