খালিদুর রহমানের কবিতা

নস্টালজি

খালিদুর রহমানের কবিতা
সর্বমোট পঠিত : 249 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

খালিদুর রহমানের একটি পল্লী কবিতা

নস্টালজি

খালিদুর রহমান

ডাহুক,কোকিল,প্যাচা,শালিখের
এই দেশে আমার আপন অস্তিত্ব
বিলীন করে দিয়ে কোন এক 
ক্ষেতে কৃষকের মাথার ঘামে ভেজা
নতুন ফসলের মৌ মৌ গন্ধে মন
মাতোয়ারা হয়ে কিশানীর মৃদু হাসির
ঝলকে যে সুখের বৃষ্টি ঝরে
এ যেন এক একটি মহাকাব্যের
মোড়ক উন্মোচনের পালা
এক অশেষ কাব্যের পংক্তিমালা
সৃষ্টির আনন্দেই আমার জীবনের
সার্থকতা লুকিয়ে যদি জানতাম
প্রতিটি ধুলিকনার মুল্য বুঝিনাই
তাইতো আজ আমার এই দীনদশা
জীবনে কি যে হতে চাই
সেই সিদ্ধান্ত নিতেই কেটে গ্যছে কাল
এক সাদা দাঁড়িওয়ালা বৃদ্ধের ভুমিকায়
অবতীর্ণ পথিক খুঁজে তন্নতন্ন করে 
জীবনের মানে। বেলা ফুরিয়ে যাবার
আগে এ কোন নাটকের সংলাপ?
আমারে যে ভালবাসিয়াছে
আমার অস্তিত্বের সংকটের সকরুন
দৃশ্য চোখে পরিয়াছে তার।
নীরবে রাস্তা পেরুবার সেই 
যবনিকাপাতে আমার হৃদয়
কাঁপেনি তা বলি কি করে।
আজো যেন ভেসে উঠে
একটি কালোমেয়ের অশ্রুসিক্ত
নয়নের আকুতি আমায় পাগল
করে নিয়ে যায় বিংশ শতাব্দীর
দ্বার প্রান্তে দাঁড়িয়ে জীবনের
রঙ্গীন স্বপ্নগুলো কিভাবে 
শুকিয়ে যায় অবহেলায়
অনাদরে.......

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি