বঙ্গোপসাগরে ভাসতে থাকা ফিসিং ট্রলার থেকে ১৪ জেলে জীবিত উদ্ধার

জেলেকে জীবিত উদ্ধার
সর্বমোট পঠিত : 39 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

তিনি বলেন, গত ২৫ জুলাই ২০২১ তারিখ এফভি রাজিয়া-২ নামের একটি ফিশিং বোট ভোলার তজুমুদ্দিন উপজেলার মহেশখালি ঘাট হতে ১৪ জন জেলে নিয়ে মাছ ধরতে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে গমন করে। হাতিয়ার নতুন চ্যানেল হতে ৫ নটিক্যাল মাইল ডাউনে এসে ফিশিং বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। দুইদিন যাবৎ ইঞ্জিন বিকল হয়ে ফিশিং বোটটি সমুদ্রে ভাসতে ভাসতে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানাধীন সারিকাইতের চৌকাতলী চ্যানেল হতে ৫ নটিক্যাল মাইল দক্ষিণে মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে তারা ঘটনাটি বিসিজি আউটপোস্ট সারিকাইত কে অবগত করে।


বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা এফবি রাজিয়া-২ নামের একটি ফিসিং বোট থেকে ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২৮ জুলাই) রাতে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৫ জুলাই ২০২১ তারিখ এফভি রাজিয়া-২ নামের একটি ফিশিং বোট ভোলার তজুমুদ্দিন উপজেলার মহেশখালি ঘাট হতে ১৪ জন জেলে নিয়ে মাছ ধরতে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে গমন করে। হাতিয়ার নতুন চ্যানেল হতে ৫ নটিক্যাল মাইল ডাউনে এসে ফিশিং বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। দুইদিন যাবৎ ইঞ্জিন বিকল হয়ে ফিশিং বোটটি সমুদ্রে ভাসতে ভাসতে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানাধীন সারিকাইতের চৌকাতলী চ্যানেল হতে ৫ নটিক্যাল মাইল দক্ষিণে মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে তারা ঘটনাটি বিসিজি আউটপোস্ট সারিকাইত কে অবগত করে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ জুলাই) বিকাল ৪ টায় বিসিজি আউটপোস্ট সারিকাইত দ্রুততার সহিত ঘটনাস্থলে উদ্ধার কার্যে গমন করে ফিশিং বোটটিসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের বিসিজি আউটপোস্ট সারিকাইতে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়। উদ্ধারকৃতদের পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বন দস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ উপকূলীয় অঞ্চলে যে কোন ধরনের উদ্ধারে কোস্ট গার্ডের অভিযানে নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি