মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

মোংলা বন্দর
সর্বমোট পঠিত : 45 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে বুধবার (২৮ জুলাই) সকালে মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।


উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে বুধবার (২৮ জুলাই) সকালে  মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

লঘুচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। মঙ্গলবার (২৬ জুলাই)দুপুর থেকেই টানা বৃষ্টিতে তলিয়ে গেছে মোংলা পৌরশহর ও উপজেলার ছয় ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঘরবাড়ি, চিংড়িঘের। এছাড়াও বৃষ্টিপাত অব্যাহত থাকায় খুলনা মোংলা মহাসড়কের মোংলা বন্দরের প্রবেশমূখ তলিয়ে গেছে। বন্দরের জেটি এলাকায় এক ফুট পর্যন্ত পানি জমে চলাচলে বিঘ্ন সৃস্টি হচ্ছে। মুষলধারার এ বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন নিচু এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

তবে বৃষ্টিপাতে মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্যবোঝাই-খালাস কাজ সাময়িক কিছুটা বিঘ্নিত হলেও পরবর্তী সময়ে তা স্বাভাবিক গতিতেই চলছে বলে জানিয়েছেন বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন।


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি