আরএম সেলিম শাহী

বিয়ে যদি করতে হয়

আরএম সেলিম শাহী
সর্বমোট পঠিত : 127 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

জনপ্রিয় কথাসাহিত্যিক আরএম সেলিম শাহীর মন মাতানো একটি কবিতা “বিয়ে যদি করতে হয়”

বিয়ে যদি করতে হয়
করতে পারি তাকে,
যেই মেয়েটি শহর থেকে
অনেক দুরে থাকে।
জুতা শাড়ী চশমা ঘড়ি
ব্যানেটি ব্যাগ হাতে,
যেতে যারে দেখি নাকো
একলা সিনেমাতে। 
হাওয়াই শাড়ী দোলায় না যে
অঙ্গে বাহার দিয়ে,
উদাস ভাবে চলে না যে
লোকের দ্বারে গিয়ে।
যেই মেয়েটি জানে নাকো
আর্টের কেরামতি,
শুকনো গালে রং পালিশে
ফুটায় না যে জ্যোতি।
চা- বিহনে রাত দুপুরে
ধরে না যার মাথা,
রাত জেগে যে পড়ে নাকো
নাটক নোবেল যাত্রা।
এমন মেয়ের হুদিশ যদি
আমি কোথাও পাই,
অকপটে বিয়ে তাকে
করতে পারি ভাই।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি