বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রংধনু’৮৯ এর শিক্ষাবৃত্তি

বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রংধনু’৮৯ এর শিক্ষাবৃত্তি
সর্বমোট পঠিত : 151 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা প্রদানের জন্য রংধনু’৮৯-এর সদস্যদের ধন্যবাদ জানান। তারা বলেন, রংধনু’৮৯-এর সদস্যরা ৩৩ বছর আগে বগুড়া সেন্ট্রাল হাইস্কুল ছেড়ে গেলেও তারা ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান এবং তার শিক্ষার্থীদের কথা ভুলে যায়নি। সীমিত সামর্থ্যরে মধ্য থেকেই তারা মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন।

বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের এসএসসি ১৯৮৯ ব্যাচের ছাত্রদের সংগঠন রংধনু’৮৯-এর পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘মোস্তফা স্মৃতি শিক্ষা বৃত্তি’ চালু করা হয়েছে। রোববার দুপুরে বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ৮ম শ্রেণির ছাত্রী সুরাইয়া আকতার এবং ৯ম শ্রেণির ছাত্র পিয়াস আহমেদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা। অতিথি ছিলেন বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও বগুড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ¦ শেখ। আরও উপস্থিত ছিল রংধনু’৮৯ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম মোস্তফা নূরে আলম আজাদের ছেলে মুনিয়াত মুহিব আজাদ। সভাপতিত্ব করেন রংধনু’৮৯-এর সভাপতি সাংবাদিক আমিনুর রহমান মোহন। অনুষ্ঠানে জানানো হয়, রংধনু’৮৯-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোস্তফা নূরে আলম আজাদ গত বছর জুলাইয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। মরহুমের স্মৃতির প্রতি সম্মান জানানোর জন্য তাঁর নামে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা প্রদানের জন্য রংধনু’৮৯-এর সদস্যদের ধন্যবাদ জানান। তারা বলেন, রংধনু’৮৯-এর সদস্যরা ৩৩ বছর আগে বগুড়া সেন্ট্রাল হাইস্কুল ছেড়ে গেলেও তারা ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান এবং তার শিক্ষার্থীদের কথা ভুলে যায়নি। সীমিত সামর্থ্যরে মধ্য থেকেই তারা মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন রংধনু’৮৯-এর সহ-সভাপতি সৈয়দ আব্দুল মতিন, সাধারণ সম্পাদক শামীমুল রেজা শামীম, সহ-সাধারণ সম্পাদক হাসান আরিফ চঞ্চল, কোষাধ্যক্ষ আনোয়ারুল করিম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক নুরুল ইসলাম, আইনুল হক পলাশ, কল্যাণ দাস, শহিদুল হক শামিম, আব্দুল ওয়ালি, মানিক ও দেলোয়ার হোসেন চঞ্চল। রংধনু’৮৯-এর সভাপতি আমিনুর রহমান মোহন জানান, বৃত্তির জন্য মনোনীত দুই শিক্ষার্থীকে প্রতি মাসে আপাতত ২ হাজার টাকা করে এক বছর বৃত্তি দেওয়া হবে।




মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি