মৌচাকে স্কাউটের সিএএলটি প্রশিক্ষন শুরু

মৌচাকে স্কাউটের সিএএলটি প্রশিক্ষন শুরু
সর্বমোট পঠিত : 205 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

১১ মার্চ বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদ ভার্সুয়ালী এ প্রশিক্ষনে অংশ নিয়ে বলেন, দেশের যুব সমাজকে দেশ সেবা কাজে অংশ গ্রহণ করাতে স্কাউটে আন্দোলনে যুক্ত করতে হবে। স্কাউট আন্দোলনে যুক্ত হলে প্রতিটি ছেলে মেয়ে একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে।

বাংলাদেশ স্কাউটস এর প্রশিক্ষন কেন্দ্র গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে সপ্তাহ ব্যাপী ৪৭তম সহকারী লিডার ট্রেনার প্রশিক্ষন শুরু হয়েছে। ১০ মার্চ সকাল দশটায় প্রশিক্ষন কোর্সের কোর্স লিডার প্রফেসর ড: মিজানুর রহমান এলটি পতাকা স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে এ কোর্সের কার্যক্রম শুরু করেন।

এসময় স্কাউটার প্রফেসর মোজাহেদ হোসাইন এলটি, বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিটির এডাল্ট ইন স্কাউটিং বিষয়ক সদস্য প্রফেসর তৌফিক আলী এলটি, স্কাউটার সত্যরঞ্জন বর্মন এলটি, স্কাউটার আনম আজগর হোসাইন এলটি, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার স্কাউটার মোজাম্মেল হোসাইন এলটি, স্কাউটার অধ্যাপক তাপস কান্তি সমদ্দার এলটি, স্কাউটার রওশন আরাএলটি, স্কাউটার প্রফেসর শাহানার বেগম এলটি, স্কাউটার শিপ্রা সরকার এলটি, স্কাউটার বাংলাদেশ স্কাউটস এর উপপরিচালক (প্রশিক্ষন) ফারুক আহাম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখিত প্রশিক্ষকগণ দক্ষতার সাথে প্রশিক্ষন প্রদান কার্যক্রম পরিচালনা করছেন। প্রশিক্ষনে সারাদেশ থেকে উডব্যাজধারী ৪৭ জন স্কাউটার অংশ গ্রহণ করেছেন।

১১ মার্চ বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদ ভার্সুয়ালী এ প্রশিক্ষনে অংশ নিয়ে বলেন, দেশের যুব সমাজকে দেশ সেবা কাজে অংশ গ্রহণ করাতে স্কাউটে আন্দোলনে যুক্ত করতে হবে। স্কাউট আন্দোলনে যুক্ত হলে প্রতিটি ছেলে মেয়ে একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে।    

আগামী ১৬ মার্চ এ পাতাকা স্কাউট নামানোর মাধ্যমে প্রশিক্ষনের সমাপ্তি হবে ।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি