প্রশাসন কঠোর অবস্থানে

লকডাউনে কুড়িগ্রামে চলছে চোর-পুলিশ খেলা

চোর-পুলিশ খেলা
সর্বমোট পঠিত : 455 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

তবে হাস্যকর হলেও সত্যি যে এ যেন এক চোর-পুলিশের খেলা। পুলিশের গাড়ির হুইসেল কিংবা কারো মাধ্যমে জানতে পারলেই জনসমাগম থেকে একটু আড়ালে চলে যায়, ব্যবসায়ীরা তড়িঘড়ি করে বন্ধ করে দোকানপাট। প্রশাসন ও পুলিশের গাড়ি চলে যাওয়ার পরপরই আবার চলে ব্যবসায়ীদের রমরমা ব্যবসা এবং জনসাধারণের সমাগম।

 
প্রশাসন কঠোর অবস্থানে থাকেলও লকডাউন অমান্য করে প্রতিনিয়ত বিনা কারণেই ঘর থেকে বের হচ্ছেন অনেকেই। কুড়িগ্রামের প্রধান সড়কে যান চলাচল তেমন দেখা না গেলেও শহরের অলিতে গলিতে এবং গ্রামগঞ্জে অনবরত চলছে অটোরিকশা,ইজিবাইক সহ অন্যান্য যানবাহন। কুড়িগ্রামে করোনা ভয়াবহ রূপ ধারণ করলেও বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে প্রায় ৬৫ শতাংশ মানুষের মুখে নেই মাস্ক এবং সামাজিক দূরত্বের বালাই।

তবে হাস্যকর হলেও সত্যি যে এ যেন এক চোর-পুলিশের খেলা। পুলিশের গাড়ির হুইসেল কিংবা কারো মাধ্যমে জানতে পারলেই জনসমাগম থেকে একটু আড়ালে চলে যায়, ব্যবসায়ীরা তড়িঘড়ি করে বন্ধ করে দোকানপাট। প্রশাসন ও পুলিশের গাড়ি চলে যাওয়ার পরপরই আবার চলে ব্যবসায়ীদের রমরমা ব্যবসা এবং জনসাধারণের সমাগম।

প্রশাসন সূত্রে জানা যায়, গত গত 24 ঘণ্টায় জেলার 9 উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের কয়েকটি টিম ৭১ টি মামলাসহ বিভিন্ন কারণে ৪০ হাজার টাকা জরিমানা করেছে।

সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান জানান, গত দুই সপ্তাহে ১৫ জনের মৃত্যু সহ মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৪২ জনে। এবং গত ২৪ ঘণ্টায় ২৮৭ জনের নমুনা পরীক্ষায় ১০১ জন কোভিড আক্রান্ত হয়েছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি