সেনাবাহিনী পক্ষ থেকে

তিস্তা তী‌রের দুস্থরা পে‌লেন খাদ্য সহায়তা

খাদ্য সহায়তা
সর্বমোট পঠিত : 82 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সদর উপজেলা, চিলমারী, উলিপুর, নাগেশ্বরী, ভূরঙ্গামারী, ফুলবাড়ি এবং রাজারহাট উপজেলায় সেনাবাহিনীর টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী জেলার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে দায়িত্ব পালন করছে। বিধিনিষেধ অমান্য ও লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নির্ধারিত সময়ে বাজার ও দোকান বন্ধের বিষয়টি নিশ্চিত করছে সেনাবাহিনীর টহল দল। পাশাপাশি নি‌জে‌দের রেশন থেকে জেলার সদর, ফুলবাড়ী ও রাজারহাট উপ‌জেলার ক‌য়েকশ দুস্থ প‌রিবা‌রের মা‌ঝে খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদীর তীরের শতা‌ধিক অসহায় ও দুস্থ মানুষকে ত্ৰাণ সহায়তা দিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ জুলাই) বেলা ১১টায় উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ভাঙনকবলিত এলাকার মানুষের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ ক‌রে রংপুর সেনানিবাসের ৭২ পদাতিক ব্রিগেডের অন্তর্গত ৩০ বীর ব্যাটালিয়ন।

সামাজিক দূরত্ব বজায় রেখে এবং কোভিড প্রটোকল অনুসরণ করে আয়োজিত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট তানজিম ফাহিম হিমেল। অন্যদের ম‌ধ্যে আরও উপ‌স্থিত ছি‌লেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ মাহাবুবুল মুর্শেদ এবং ওয়ারেন্ট অফিসার মো. রেজাউল করিম।

প্রসঙ্গত, গত ১ জুলাই থে‌কে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় কুড়িগ্রাম জেলায় সেনাবাহিনী নিয়োজিত রয়েছে। সেনাবাহিনীর কার্যক্রমের তত্ত্বাবধানে রয়েছেন ৩০ বীর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হেদায়েতুল ইসলাম পিএসসি।

সদর উপজেলা, চিলমারী, উলিপুর, নাগেশ্বরী, ভূরঙ্গামারী, ফুলবাড়ি এবং রাজারহাট উপজেলায় সেনাবাহিনীর টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী জেলার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে দায়িত্ব পালন করছে। বিধিনিষেধ অমান্য ও লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নির্ধারিত সময়ে বাজার ও দোকান বন্ধের বিষয়টি নিশ্চিত করছে সেনাবাহিনীর টহল দল। পাশাপাশি নি‌জে‌দের রেশন থেকে জেলার সদর, ফুলবাড়ী ও রাজারহাট উপ‌জেলার ক‌য়েকশ দুস্থ প‌রিবা‌রের মা‌ঝে খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী।

এছাড়াও, সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং কোভিড প্রটোকল অনুসরণ করতে জনসাধারণকে সচেতন করছেন সেনাসদস্যরা। অসহায় ও দুস্থ মানুষের মাঝে মাস্ক বিতরণ এবং ত্রাণ বিতরণের মতো সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি