সরিষাবাড়ীতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

সরিষাবাড়ীতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন
সর্বমোট পঠিত : 84 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

উল্লেখ্য, গত ২৪ ফ্রেব্রুয়ারী সকালে যমুনা সার কারখানা এলাকায় আওয়ামীলীগের একাধিক গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গেলে সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের ৪ জন সাংবাদিক হামলার মুখে পড়েন।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, মোবাইল ক্যামেরা ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় দোষীদের গ্রেফতার এবং বিচারের দাবী জানিয়েছে সাংবাদিকরা।  শনিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে দিগপাইত-সরিষাবাড়ী-তারাকান্দি মহাসড়কে সন্ত্রাসীদের বিচার ও গ্রেপ্তারএর দাবিতে মানববন্ধন করা হয়েছে।

আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সহ-সভাপতি মোহনা টিভি সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি এএইচএম এহসান, সাধারণ সম্পাদক আবুল হোসেন, নির্বাহী সদস্য কামরুল ইসলাম মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ সময় প্রেসক্লাবের বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানবন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালন কালে সন্ত্রাসীরা হামলা চালিয়ে আহত করে। ছিনিয়ে নেয় দামী মোবাইল সেট এবং নগদ অর্থ। হামলা এবং ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের সনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য, গত ২৪ ফ্রেব্রুয়ারী সকালে যমুনা সার কারখানা এলাকায় আওয়ামীলীগের একাধিক গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গেলে সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের ৪ জন সাংবাদিক হামলার মুখে পড়েন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি