সালমা এখন একের পর এক গান রেকর্ডিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন

স্টেজ নির্ভর শিল্পী ও মিউজিশিয়ানরা ভাল নেই-সালমা

ফোক সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা
সর্বমোট পঠিত : 51 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সালমা বলেন, করোনা পরিস্থিতির কারণে মাঝেমধ্যে খুব খারাপ লাগা কাজ করে। অনেক প্রিয় মানুষে চলে যাচ্ছেন। প্রতিদিনই কারো না কারো আক্রান্ত হওয়ার খবর পাচ্ছি। ফকীর আলমগীর চলে গেলেন। তার আগেও অনেকে চলে গেছেন। স্টেজ শো বন্ধ থাকায় সঙ্গীতাঙ্গনে স্থবিরতা বিরাজ করছে। স্টেজের মানুষেরা ভালো নেই। বিশেষ করে স্টেজনির্ভর শিল্পী ও মিউজিশিয়ানরা অনেকে খারাপ অবস্থায় আছেন। অনেকে পেশা বদলেছেন।


ফোক সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা এখন একের পর এক গান রেকর্ডিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

করোনার কারণে স্টেজ শো বন্ধ থাকায় নতুন গান রেকর্ডিংয়ে মনোযোগ দিয়েছেন তিনি। এর মধ্যে এবারের ঈদে বেশ কিছু গান প্রকাশ হয়েছে তার। গানগুলো এরইমধ্যে বেশ প্রশংসিতও হয়েছে।

সালমা বলেন, ঈদের জন্য বেশ কিছু গান করেছিলাম। এরমধ্যে প্রকাশ হয়েছে আমার ও মিলনের দ্বৈত গান ওরে বোকা, একটি ফোক ম্যাশআপ, নাফির সঙ্গে গাওয়া দ্বৈত গান মাওলাসহ কিছু গান। আরটিভি মিউজিকে প্রকাশিত ‘নয়া দামান গানটি এরইমধ্যে প্রায় ৯৫ লাখ মানুষ উপভোগ করেছেন। এটা খুবই ভালো লাগার ব্যাপার। আরো কয়েকটি গান প্রকাশের কথা রয়েছে।

সালমা বলেন, করোনা পরিস্থিতির কারণে মাঝেমধ্যে খুব খারাপ লাগা কাজ করে। অনেক প্রিয় মানুষে চলে যাচ্ছেন। প্রতিদিনই কারো না কারো আক্রান্ত হওয়ার খবর পাচ্ছি। ফকীর আলমগীর চলে গেলেন। তার আগেও অনেকে চলে গেছেন। স্টেজ শো বন্ধ থাকায় সঙ্গীতাঙ্গনে স্থবিরতা বিরাজ করছে। স্টেজের মানুষেরা ভালো নেই। বিশেষ করে স্টেজনির্ভর শিল্পী ও মিউজিশিয়ানরা অনেকে খারাপ অবস্থায় আছেন। অনেকে পেশা বদলেছেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি