কবি নজরুলের নানা বিষয় নিয়ে ১৪জন গবেষক মনোনীত

কবি নজরুলের নানা বিষয় নিয়ে ১৪জন গবেষক মনোনীত
সর্বমোট পঠিত : 125 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

কবি নজরুলের নানা বিষয় নিয়ে ১৪জন গবেষক মনোনীত

ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক বাজেটের গবেষণা খাতে বরাদ্দকৃত অর্থের বিপরীতে নিন্ম উল্লিখিত গবেষণা প্রকল্পসমূহ প্রপোজাল স্ক্রিনিং কমিটি কর্তৃক চুড়ান্তভাবে ১৪ জন গবেষক মনোনিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের এক বিজ্ঞপ্তি থেকে এই  তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ‘সাংবাদিক নজরুলের দৃষ্টিতে উপনিবেশিক ভারত’ শীর্ষক গবেষণা করবেন বিশ^বিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষা বর্ষের শিক্ষার্থী মো. হুমায়ুন কবির, কবি নজরুলের ম্যুরাল ও ভাস্কর্য : বিষয়বৈচিত্র্য ও নান্দনিকতা’ শীর্ষক গবেষণা করবেন চারুকলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ধর্ম নারায়ন রায়, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নজরুল জয়ন্তী : শিল্পকর্ম প্রদর্শনী, শিল্পী ও শিল্পবোদ্ধাদের মতামত’ শীর্ষক গবেষণা করবেন চারুকলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: আশরাফ উল্লাহ, ‘নিসর্গনারীবাদের প্রেক্ষিতে নজরুলের কবিতায় নারীর চিত্রায়ন’ শীর্ষক গবেষণা করবেন চারুকলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জবা রায়, ‘নজরুলের লেটোগান : বিষয় ও আঙ্গিক সমীক্ষণ’ শীর্ষক গবেষণা করবেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কনক কান্ত চৌধুরী, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নজরুলের নাটক প্রযোজনায় কার্যকর নির্দেশনাশৈলী অনুসন্ধান’ শীর্ষক গবেষণা করবেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. এনামুল করিম, ‘নজরুলের গল্পে লোকভাষা : সমাজ ভাষাবিজ্ঞানের আলোকে’ শীর্ষক গবেষণা করবেন ফোকলোর বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সেজুতি ধর, তৎকালীন বাঙালির বাস্তব জীবন ও নাগরিক পরিমন্ডলে ‘মৃত্যুক্ষুধা’ শীর্ষক গবেষণা করবেন স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ হাসান, সেতু-বন্ধন নাটকে কাজী নজরুল ইসলামের পরিবেশ ভাবনা শীর্ষক গবেষণা করবেন এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌহিদুর রহমান তুহিন , ‘নজরুলের ইসলামি গান : প্রসঙ্গ না’ত-এ রসুল’ শীর্ষক গবেষণা করবেন সংগীত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কোহিনূর রহমান, ‘ কাজী নজরুল ইসলামের নাট্য-জগৎ : বিষয় ও শিল্প স্বাতন্ত্র্য’ শীর্ষক গবেষণা করবেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমা খাতুন, ‘কাজী নজরুল ইসলামের চিঠি ও অভিভাষণ : বিষয় ও ভাষাশৈলী’ শীর্ষক গবেষণা করবেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকিয়া সুলতানা ও ‘নজরুলের সাংবাদিকতা দর্শন’ শীর্ষক গবেষণা করবেন আইন ও বিচার বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী মো. আমানুল্লাহ আল জিহাদী ।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি