হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান

ফটোসাংবাদিক লুৎফর রহমান বীনু মারা গেছেন

লুৎফর রহমান বীনু মারা গেছেন
সর্বমোট পঠিত : 142 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাব সদস্য মোঃ লুৎফর রহমান বীনু-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও প্রবীণ ফটোসাংবাদিক লুৎফর রহমান বীনু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৬ জুলাই) দুপুর ১২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুনগ্রাহী রেখে গেছেন।

প্রেস ক্লাবের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, খিলগাঁও সি-ব্লকের নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন।

মোঃ লুৎফর রহমান বীনু অত্যন্ত প্রতিভাবান একজন ফটো সাংবাদিক ছিলেন। তিনি সর্বশেষ দৈনিক ইনকিলাবে সিনিয়র ফটো সাংবাদিক হিসেবে অবসর নেন। এ ছাড়াও তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ফটো সাংবাদিক হিসেবে কাজ করেন। তাঁর উল্লেখযোগ্য প্রকাশনা হচ্ছে (ফটো এ্যালবাম ও ছবির বই) ঢাকা-৭১, Struggle for Democracy, আমাদের প্রধানমন্ত্রী, এ চলার শেষ নেই।

আজ বাদ আসর খিলগাঁও এ স্হানীয় মসজিদে নামাজে জানাজার পর পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাব সদস্য মোঃ লুৎফর রহমান বীনু-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি