১৪ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নের তৃতীয় দিনে শেরপুরের শ্রীবরদী উপজেলা

শ্রীবরদীতে লকডাউন বাস্তবায়নের তৃতীয় দিনে তৎপর ছিল প্রশাসন

তৃতীয় দিনে তৎপর ছিল প্রশাসন
সর্বমোট পঠিত : 347 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এদিকে লকডাউন এর কারণে সাধারণ যাত্রীদের জিম্মি করে একশ্রেণীর যাত্রীবাহী মাইক্রো বাস মালিকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে।


মহামারী করোনাভাইরাস প্রতিরোধে  দ্বিতীয় দফায় সরকার নির্দেশিত ১৪ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নের তৃতীয় দিনে শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন বাস্তবায়নে ব্যাপক তৎপরতা দেখা গেছে।

লকডাউন বিধি নিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলা ও জরিমানা প্রদান করা হয়েছে । শ্রীবরদী ইউএনও নিলুফা আক্তার সকাল থেকেই পৌর সদর সহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে লকডাউন এর বিধি নিষেধ  সম্পর্কে মানুষ কে অবগত  করতে প্রচার প্রচারণা চালায়।

অপরদিকে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানাউল মুর্শেদের নেতৃত্বে পৃথক একটি টিম শ্রীবরদীতে লকডাউন বাস্তবায়নে কাজ করেন। অপরদিকে প্রশাসনের কঠোর অবস্থান থাকার পরও রোববার রাতে উপজেলার ভাড়া ডাঙ্গা, কাকিলাকুড়া, শ্রীবরদী সদর থেকে একাধিক যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

এদিকে লকডাউন এর কারণে সাধারণ যাত্রীদের জিম্মি করে একশ্রেণীর যাত্রীবাহী মাইক্রো বাস মালিকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি