কারও ধর্মীয় বিশ্বাসে আঘাত দেওয়ার সুযোগ নেই: হাইকোর্ট

প্রতীকী ছবি
সর্বমোট পঠিত : 90 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

আদালতে আসামি আসাদের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী গোলাম মো. আব্বাস চৌধুরী দুলাল ও অলোক কুমার ভৌমিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি। শুনানিতে আদালত বলেন, কে রাখল, আমি তার নামই জানি না। অথচ আমি মন্দির ভাঙলাম। ইসলামের কোথায় আছে মন্দির ভাঙার কথা?

মন্দির ভাঙা জঘন্য অপরাধ এবং ইসলাম ধর্ম অনুযায়ী অন্যের ধর্মীয় বিশ্বাসে আঘাত দেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার কুমিল্লায় মন্দিরে পবিত্র কোরআন রাখার ঘটনায় মাদারীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় এক আসামির জামিন শুনানিতে এ মন্তব্য করেন।

আদালতে আসামি আসাদের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী গোলাম মো. আব্বাস চৌধুরী দুলাল ও অলোক কুমার ভৌমিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি। শুনানিতে আদালত বলেন, কে রাখল, আমি তার নামই জানি না। অথচ আমি মন্দির ভাঙলাম। ইসলামের কোথায় আছে মন্দির ভাঙার কথা?

এ সময় আসামিপক্ষের আইনজীবী আব্বাস চৌধুরী দুলাল বলেন, এগুলো নিন্দনীয়। তখন আদালত বলেন, শুধু নিন্দনীয় নয়; এগুলো জঘন্য অপরাধ। ধর্মীয় বিশ্বাসে আঘাত দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যে-ই হোন না কেন, ধর্মীয় বিশ্বাসে আঘাত দেওয়ার কোনো সুযোগ আপনার নেই।

একপর্যায়ে পবিত্র কোরআন শরিফের একটি আয়াত পাঠ করে আদালত বলেন, তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করি।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি