বগুড়ায় অনশন কর্মসূচীতে ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া

বগুড়ায় অনশন কর্মসূচীতে ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া
সর্বমোট পঠিত : 109 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ঘটনা নিশ্চিত করে সদর থানার ওসি মো: সেলিম রেজা বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দু পক্ষের মধ্যে ধাওয়ার ঘটনা হয়। পুলিশের কঠোর অবস্থানে পরিস্থিতি শান্ত করা হয়। বর্তমানে পরিবেশ শতভাগ শান্ত রয়েছে। জেলা পুলিশ সুপারের নেতৃত্বে শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে তারা সর্বদা জিরো টলারেন্স।

বগুড়ায় অনশন কর্মসূচীতে ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসির পদত্যাগের দাবিতে জেলা ছাত্রদলের অনশন কর্মসূচিতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।  শহরের শহীদ খোকন পার্কে মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলা ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এই ঘটনায় জেলা ছাত্রদল ও ছাত্রলীগ পাল্টাপাল্টি দোষারোপ করছে।

জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খোকন পার্কে শাবিপ্রবি'র ভিসির পদত্যাগের দাবিতে সকাল ৯টা থেকে তাদের অনশন কর্মসূচি চলছিল। দুপুর সোয়া একটার দিকে একদল ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে পার্কে ঢুকে তাদের অতর্কিত ধাওয়া করেন। ওই সময় ছাত্রদলের ছেলেরা সেটি প্রতিহত করে।

আবু হাসান আরো বলেন, তারা শান্তিপূর্ণভাবে অনশন করছিলেন। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পরে তারা তাদের দলীয় কার্যালয়ে চলে আসেন। তিনটার দিকে তাদের অনশন কর্মসূচি শেষ হয়।

ধাওয়ার বিষয়ে জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস বলেন, তাদের কয়েকজন নেতাকর্মী খোকন পার্কের কোনায় চা পান করছিলেন। এমন সময় তাদের দেখে সরকারকে নানা ভাষায় গালি দিতে থাকেন ছাত্রদল নেতারা এবং অতর্কিত হামলা করে তারা। তিনি আরও জানান, তারা সে সময় সাতমাথায় ছিলেন। ঘটনা শোনার পরপরই তারা সেখানে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন ছাত্রদলের নেতাকর্মীরাই তাদের লোকজনের ওপর হামলা চালিয়েছে। এ সময় উচ্চপর্যায়ের কয়েকজন ছাত্রদলের নেতা কোমরে রাখা অস্ত্র দেখিয়ে ভয়ও দেখান। এ ঘটনার পর তারাও তাদের প্রতিহত করেন।

এদিকে ঘটনাস্থলে দেখা যায়, দীর্ঘদিন পর ছাত্রলীগ ও ছাত্রদলের এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় খোকন পার্ক ও বিএনপি অফিস এলাকায় উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়। দুপক্ষই নানা স্লোগানে থমথমে পরিবেশের সৃষ্টি করেছিল শহরে। যদিও সদর থানা পুলিশের কঠোর হস্তক্ষেপে কোন হতাহত বা কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে নি শহরে।

ঘটনা নিশ্চিত করে সদর থানার ওসি মো: সেলিম রেজা বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দু পক্ষের মধ্যে ধাওয়ার ঘটনা হয়। পুলিশের কঠোর অবস্থানে পরিস্থিতি শান্ত করা হয়। বর্তমানে পরিবেশ শতভাগ শান্ত রয়েছে। জেলা পুলিশ সুপারের নেতৃত্বে শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে তারা সর্বদা জিরো টলারেন্স।


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি