সেন্টমার্টিনে মাদক পাচারকারী-কোস্টগার্ড গোলাগুলি: ১২ লাখ পিস ইয়াবা অস্ত্র ও গুলি জব্দ

১২ লাখ পিস ইয়াবা অস্ত্র ও গুলি জব্দ
সর্বমোট পঠিত : 81 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৮ জানুযারি দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন সমূদ্র এলকায় বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈম উল হক এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আনুমানিক দুপুর ২ টায় ঘটিকায় একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা বোটটিকে থামার জন্য সংকেত দেয়। বোটটি সংকেত পেয়ে না থেমে কোস্ট গার্ড এর বোটকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। কোস্ট গার্ড সদস্যগণও পাল্টা গুলি করলে বোট হতে ইয়াবা পচারকারীদল সমুদ্রে লাফ দেয় এবং সাঁতরিয়ে মায়ানমার সিমান্তের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যগণ বোটটি তল্লাসি করে ১১,৯৫,৬০০ (এগারো লক্ষ পঁচানব্বই হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট , ৩০ রাউন্ড গোলাসহ দুটি ম্যাগাজিন ও ১ টি বিদেশী অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিন গান জব্দ করে।

সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় মাদক পাচারকারীদের সাথে কোস্ট গার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে ১১ লাখ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ রাউন্ড গোলা, দুটি ম্যাগাজিন ও ১ বিদেশী অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৮ জানুযারি দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন সমূদ্র এলকায় বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈম উল হক এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আনুমানিক দুপুর ২ টায় ঘটিকায় একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা বোটটিকে থামার জন্য সংকেত দেয়। বোটটি সংকেত পেয়ে না থেমে কোস্ট গার্ড এর বোটকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। কোস্ট গার্ড সদস্যগণও পাল্টা গুলি করলে বোট হতে ইয়াবা পচারকারীদল সমুদ্রে লাফ দেয় এবং সাঁতরিয়ে মায়ানমার সিমান্তের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যগণ বোটটি তল্লাসি করে ১১,৯৫,৬০০ (এগারো লক্ষ পঁচানব্বই হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট , ৩০ রাউন্ড গোলাসহ দুটি ম্যাগাজিন ও ১ টি বিদেশী অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিন গান জব্দ করে।

তিনি আরও বলেন, জব্দকৃত অস্ত্র, গোলা ও ম্যাগাজিন এবং ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি