স্প্যানিশ সুপার কাপ

বছরের প্রথম শিরোপা জিতে বার্সার আরও কাছে রিয়াল

১২তম স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল মাদ্রিদ
সর্বমোট পঠিত : 84 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের ৩৮তম মিনিটে প্রথম সাফল্যের দেখা পায় রিয়াল। আক্রমণের শুরুটা করেন চোট পাওয়া আসেনসিওর বদলে সুযোগ পাওয়া রদ্রিগো। এই ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড বিলবাওয়ের ডি-বক্সে ঢুকে বল পাস দেন মদ্রিচের কাছে।

বছরের প্রথম শিরোপাটা নিজেদের করে নিয়ে বার্সেলোনার আরও কাছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপ ফাইনালে অ্যাথলেটিকো বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলোত্তির দল। শিরোপানির্ধারণী ম্যাচে গোলের দেখা পেয়েছেন লুকা মদ্রিচ ও করিম বেনজেমা। বার্সা এই শিরোপা জিতেছে সর্বোচ্চ ১৩ বার, রিয়াল জিতল তাদের ১২তম। 

কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের ৩৮তম মিনিটে প্রথম সাফল্যের দেখা পায় রিয়াল। আক্রমণের শুরুটা করেন চোট পাওয়া আসেনসিওর বদলে সুযোগ পাওয়া রদ্রিগো। এই ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড বিলবাওয়ের ডি-বক্সে ঢুকে বল পাস দেন মদ্রিচের কাছে। 

আর প্রথম ছোঁয়ায় জোরাল উঁচু শটে ঠিকানা খুঁজে নেন এই ক্রোয়াট মিডফিল্ডার। চলতি মৌসুমে রিয়ালের হয়ে এটাই তার প্রথম গোল। এছাড়া সুপার কাপ ইতিহাসে সবথেকে বয়স্ক গোলদাতার রেকর্ডেও নাম উঠিয়েছেন ৩৬ পার করা এই মিডফিল্ডার।

বিরতির পরও একইভাবে শুরু করা রিয়াল ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। ডি-বক্সের মুখ থেকে বেনজেমার শট ডিফেন্ডার জেরাই আলভারেসের হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে বল জালে পাঠাতে ভুল করেননি ফরাসি স্ট্রাইকার। 

২-০ গোলে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ বিপদের মুখ দেখে ৮৬তম মিনিটে। যখন রাউল গার্সিয়ার গোলমুখে হেড এডার মিলিতাওয়ের হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে দেখান লাল কার্ড। 

ফলে ভর্তুকি হিসেবে পেনাল্টি দেওয়ার সঙ্গে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। যদিও রিয়ালকে এ দফায় উদ্ধার করেন গোলরক্ষক থিবো কর্তোয়া। গার্সিয়ার পেনাল্টি ফিরিয়ে দিয়ে ম্যাচে ব্যবধান কমতে দেননি এই বেলজিয়ান তারকা। 

ম্যাচের বাকিটা সময় একজন কম নিয়ে খেললেও কোন বিপদ ঘটতে দেয়নি স্প্যানিশ জায়ান্টরা। ফলে দ্বাদশবারের মতো স্প্যানিশ সুপার কাপ শিরোপাটা নিজেদের করে নেয় রিয়াল মাদ্রিদ। আর অলহোয়াইটদের কোচ হিসেবে পঞ্চম টাইটেল আনচেলোত্তির জন্য। 


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি