বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশের বাজে শুরু

বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশের বাজে শুরু
সর্বমোট পঠিত : 65 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

আগামী ২০ জানুয়ারি কানাডার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাজে শুরু পেয়েছে বাংলাদেশ। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রোববার ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে ‘এ’ গ্রুপে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়নের তকমা নিয়ে মাঠে নেমে বাংলাদেশ যুবাদের শুরুটা হলো ভীষণ নড়বড়ে। ইংল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাট করে ৩৫.২ ওভারেই সব উইকেট হারিয়ে মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায় টাইগার তরুণরা। ১১ জন ব্যাটারের মধ্যে দুই অঙ্কের মুখ দেখেন মাত্র ৪ জন, এর মধ্যে একমাত্র শেষ ব্যাটার রিপন মণ্ডল ছাড়া আর কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। জবাবে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশ যুবারা।

৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২০ ও ২৬ রানে ইংলিশরা দুটি উইকেট হারালেও জয় পেতে কোনো সমস্যা হয়নি দলটির। ওপেনার জর্জ টমাসকে ১৫ রানে ফেরান রিপন মন্ডল। আর অধিনায়ক টম প্রিস্টকে ৪ রানে আউট করেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান। জয়ের খুব কাছে গিয়ে সর্বোচ্চ ৪৪ রান করা জ্যাকব বেথেল রান আউটের শিকার হন। তবে জেমস রিউয়ের অপরাজিত ২৬ দলকে জয় পাইয়ে দেয়। মাঠে নেমে এক বলে ছক্কা হাঁকিয়ে জয়ের সাক্ষী হন উইলিয়াম রুক্সটন।

টসে জিতে এর আগে প্রথমে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে প্রথম ৪ ওভারে মাত্র ৫ রান তুলতে পারে বাংলাদেশ। এরপর দলীয় ষষ্ঠ রানেই ওপেনার মাহফিজুল ইসলামের উইকেট হারায় তারা। সেই শুরু, এরপর ৮ রান তুলতেই নেই আরও ৩ উইকেট। বাংলাদেশের প্রথম ৩ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। চতুর্থ উইকেট হিসেবে বিদায় নেওয়া উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ ফাহিম করেন ১ রান।  

আশিকুর রহমানকে (৯) দিয়ে বাংলাদেশের পঞ্চম উইকেটের পতন হওয়ার সময় স্কোরবোর্ডে সংগ্রহ তখন মাত্র ২৬ রান। এরপর দলীয় ৩১ রানে ষষ্ঠ আইচ মোল্লাহ (১৩) বিদায় নেওয়ার পর ৫০ রানের মাথায় একই পথে হাঁটেন আবদুল্লাহ আল মামুন (৪)। এরপর ১ রান যোগ হতেই আরও ২ উইকেট হারায় বাংলাদেশ।  

৫১ রানে ৯ উইকেট হারানো বাংলাদেশকে ১০০ ছুঁইছুঁই সংগ্রহ পাইয়ে দেন ১১-এ নামা রিপন মণ্ডল। শেষ পর্যন্ত অপরাজিত থাকা এই লোয়ার অর্ডার ব্যাটার ৪১ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন। ৩৬তম ওভারে শেষ উইকেট হিসেবে বিদায় নেওয়া নাইমুর রহমান ২৭ বলের মোকাবিলায় করেন ১১ রান।

বল হাতে ইংলিশ যুবাদের মধ্যে পেসার জশুয়া বয়ডেন ৯ ওভারে মাত্র ১৬ রানেই নেন ৪ উইকেট। ২ উইকেট নিয়েছেন টমাস অ্যাস্পিনওয়াল। ১টি করে উইকেট গেছে জেমস সেলস, ফাতেহ সিং এবং অধিনায়ক টম প্রেস্ট।

আগামী ২০ জানুয়ারি কানাডার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি