ঢাবিতে কাওয়ালি অনুষ্ঠানে হামলা, অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

ছবি: ফাইল
সর্বমোট পঠিত : 275 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

আয়োজকরা আরও জানান, সন্ধ্যার দিকে বিভিন্নভাবে জানতে পারি ছাত্রলীগ হামলার প্রস্তুতি নিচ্ছে এবং মধুর ক্যান্টিনে জড়ো হচ্ছে। সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। তারা অনুষ্ঠানের স্টেজ, চেয়ার, সাউন্ডবক্স ভাঙচুর করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাওয়ালি গানের অনুষ্ঠানে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালির অনুষ্ঠানে ছাত্রলীগের জহুরুল হক হল এবং ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এসময় তারা স্টেজ, চেয়ার, সাউন্ডবক্স ভাঙচুর করে।

আয়োজকদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে কাওয়ালি গানের অনুষ্ঠান নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছিল ছাত্রলীগ। সকালে স্টেজ তৈরি করার সময় টিএসসির কর্মচারীরা স্টেজ তৈরিতে বাধা দেয়। এসবই হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের কথায়। এর পরও আমরা আয়োজন চালিয়ে যাই।

আয়োজকরা আরও জানান, সন্ধ্যার দিকে বিভিন্নভাবে জানতে পারি ছাত্রলীগ হামলার প্রস্তুতি নিচ্ছে এবং মধুর ক্যান্টিনে জড়ো হচ্ছে। সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। তারা অনুষ্ঠানের স্টেজ, চেয়ার, সাউন্ডবক্স ভাঙচুর করে।

তবে হামলার কথা সম্পূর্ণ অস্বীকার করেন সাদ্দাম হোসেন।

তিনি বলেন, এই স্থানে হামলায় ছাত্রলীগের সম্পৃক্ততার কোনো প্রশ্নই আসে না। আয়োজকরা নিজেদের মধ্যে মারামারি করে ভাঙচুর করেছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি