বকশীগঞ্জ উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে

লকডাউন: বকশীগঞ্জে বিধি নিষেধ অমান্য করায় ১৫ জনের বিরুদ্ধে মামলা

বিধি নিষেধ অমান্য করায় জরিমানা করছে প্রশাসন। ছবি: রানা
সর্বমোট পঠিত : 507 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

অপরদিকে বকশীগঞ্জের সহকারী কমিশনার ভূমি ডাক্তার স্নিগদা দাসের নেতৃত্বে পুলিশ ও বিজিবি সদস্যরা উপজেলার বিভিন্ন হাট-বাজারে গিয়ে লকডাউন বাস্তবায়নে সাধারণ মানুষের সতর্কতা ও লকডাউন এর বিধি-বিধান সম্পর্কে অবগত করেন।

সরকার নির্দেশিত ঈদ পরবর্তী ১৪ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন। সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে, মাক্স পরা বাধ্যতামূলক করতে বকশীগঞ্জের ইউএনও মুনমুন জাহান লিজার নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিলেন। ১৪ দিনের লকডাউন এর দ্বিতীয় দিন শনিবার সরকারি বিধি নিষেধ অমান্য করায় ১৫ জনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে মামলা দায়ের করে ৯হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অপরদিকে বকশীগঞ্জের সহকারী কমিশনার ভূমি ডাক্তার স্নিগদা দাসের নেতৃত্বে পুলিশ ও বিজিবি সদস্যরা উপজেলার বিভিন্ন হাট-বাজারে গিয়ে লকডাউন বাস্তবায়নে সাধারণ মানুষের সতর্কতা ও লকডাউন এর বিধি-বিধান সম্পর্কে অবগত করেন।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে পুলিশ লকডাউন বাস্তবায়নে দিনভর কাজ করেন।
অপরদিকে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচল প্রতিরোধে সকাল থেকে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি নয়ন দাস।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি