ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল ছাত্রের

প্রতীকী ছবি
সর্বমোট পঠিত : 255 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

দুর্ঘটনার সময়ে তার সঙ্গে ছিলেন বন্ধু মো. জুবায়ের। তিনি জানান, তাদের বাসা শ্যামপুরের সবুজবাগ এলাকায়। সেখান থেকে সন্ধ্যা দুই বন্ধু ঘুরতে বের হন। তারা জুরাইন রেলগেটে আড্ডা দিচ্ছিলেন। ওই সময়ে কমলাপুর থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রেন রেলগেটে গতি কমালে আলআমিন তাতে উঠতে গিয়ে পড়ে যায়। এতে ট্রেনের নিচে তার দুই পা চলে যায়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. আল আমিন (১৭) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় ওই দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আল আমিন শ্যামপুরে অবস্থিত কবি নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

দুর্ঘটনার সময়ে তার সঙ্গে ছিলেন বন্ধু মো. জুবায়ের। তিনি জানান, তাদের বাসা শ্যামপুরের সবুজবাগ এলাকায়। সেখান থেকে সন্ধ্যা দুই বন্ধু ঘুরতে বের হন। তারা জুরাইন রেলগেটে আড্ডা দিচ্ছিলেন। ওই সময়ে কমলাপুর থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রেন রেলগেটে গতি কমালে আলআমিন তাতে উঠতে গিয়ে পড়ে যায়। এতে ট্রেনের নিচে তার দুই পা চলে যায়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আল আমিনের বাবা লিটন মিয়া জানান, হাসপাতাল থেকে তিনি জানতে পেরেছেন তার ছেলে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। কিন্তু কীভাবে কী হলো, কিছুই বুঝতে পারছেন না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আল আমিনের দুটি পা কাটা পড়েছিল। তার মরদেহ মর্গে রয়েছে। ঘটনাটি রেল পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি