পাওনা টাকা না পেয়ে মৃত্যুর অভিযোগ

পাওনাদারের লাশ নিয়ে দেনাদারের বাড়িতে স্বজনরা

দেনাদারের বাড়িতে সুনীল চন্দ্র দাসের লাশ
সর্বমোট পঠিত : 1,064 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শুক্রবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে আলীপুরের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে সুনীল চন্দ্র দাসের মৃত্যু হয়। শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে লাশ নিয়ে দেনাদার মো. ইউসুফ মুসল্লির বাড়িতে অবস্থান নেন সুনীল চন্দ্র দাসের স্বজনরা।


সুনীল দাসের লাশ দেনাদারের বাড়ির সামনে রেখে স্বজনদের আহাজারিসুনীল দাসের লাশ দেনাদারের বাড়ির সামনে রেখে স্বজনদের আহাজারি

পটুয়াখালীর মহিপুরে দুই বছর ধরে পাওনা টাকা না পেয়ে মৃত্যুর অভিযোগে সুনীল চন্দ্র দাস (৪৫) নামের এক লন্ড্রি ব্যবসায়ীর লাশ নিয়ে দেনাদারের বাড়িতে অবস্থান নিয়েছেন স্বজনরা।

শুক্রবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে আলীপুরের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে সুনীল চন্দ্র দাসের মৃত্যু হয়। শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে লাশ নিয়ে দেনাদার মো. ইউসুফ মুসল্লির বাড়িতে অবস্থান নেন সুনীল চন্দ্র দাসের স্বজনরা।

সুনীল চন্দ্র দাসের স্ত্রী মাধুরী দাস বলেন, ‘দুই বছর আগে ইউসুফ মুসল্লির কাছ থেকে ১২ লাখ টাকায় তিন শতক জমি কেনেন সুনীল দাস। কিন্তু জমি বুঝিয়ে দেননি। জমি না পেয়ে টাকা ফেরত চান তিনি। টাকা না দিয়ে টালবাহানা করতে থাকেন ইউসুফ মুসল্লি। এ নিয়ে দুশ্চিন্তা করে হৃদরোগে মারা যান সুনীল।’

এ বিষয়ে জানতে চাইলে ইউসুফ মুসল্লি বলেন, ‘সুনীল দাসকে কিছু টাকা ফেরত দিয়েছি। বাকি টাকাও ফেরত দেবো বলেছি।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে লাশ নিয়ে বাড়ি যান স্বজনরা। লাশ সৎকারের পর বিষয়টি মীমাংসা করা হবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি