বিশ্বে কমেছে সংক্রমণ, একদিনে প্রানহানি ৩ হাজার ৩০৬

সংগৃহীত ছবি
সর্বমোট পঠিত : 260 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ওমিক্রন ভ্যারিয়েন্টের ঢেউ ছড়ানোর পর গেল ২৪ ঘণ্টায় প্রথমবারের মতো সংক্রমণ কিছুটা কমেছে যুক্তরাষ্ট্রে। একদিনে শনাক্ত হয়েছে ৩ লাখ ৮ হাজারের বেশি করোনা রোগী। প্রাণহানি হয়েছে ৩০৮ জনের। যুক্তরাজ্যেও পূর্বদিনের চেয়ে কিছুটা কমেছে সংক্রমণ। আক্রান্ত হয়েছে ১ লাখ ৪১ হাজারের অধিক। সংক্রমণ কমার একই চিত্র দেখা গেছে ফ্রান্স, জার্মানি এবং ইতালিতেও।

টানা কয়েকদিনের উর্ধ্বগতির পর গেল ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা সংক্রমণ কিছুটা কমেছে। একদিনে ১৮ লাখ ৫১ হাজারের বেশি করোনা সংক্রমণ হয়েছে। প্রাণ হারিয়েছে ৩ হাজার ৩০৬ জন। বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনার বিধিনিষেধের বিরুদ্ধে অনুষ্ঠিত হচ্ছে বিক্ষোভ।
এদিকে সাইপ্রাসে পাওয়া গেছে করোনার একটি নতুন ভ্যারিয়েন্ট। ডেল্টা ও ওমিক্রন ধরনকে মিলিয়ে নতুনটির নাম দেয়া হয়েছে ডেল্টাক্রন।

ওমিক্রন ভ্যারিয়েন্টের ঢেউ ছড়ানোর পর গেল ২৪ ঘণ্টায় প্রথমবারের মতো সংক্রমণ কিছুটা কমেছে যুক্তরাষ্ট্রে। একদিনে শনাক্ত হয়েছে ৩ লাখ ৮ হাজারের বেশি করোনা রোগী। প্রাণহানি হয়েছে ৩০৮ জনের। যুক্তরাজ্যেও পূর্বদিনের চেয়ে কিছুটা কমেছে সংক্রমণ। আক্রান্ত হয়েছে ১ লাখ ৪১ হাজারের অধিক। সংক্রমণ কমার একই চিত্র দেখা গেছে ফ্রান্স, জার্মানি এবং ইতালিতেও।

তবে ভারতে পূর্ববর্তী দিনের চেয়ে সংক্রমণ বেড়েছে। একদিনে ১ লাখ ৮০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। এইরমধ্যে দেশটির বিভিন্ন রাজ্যে নতুন করে জারি করা হয়েছে করোনার বিধিনিষেধ।

নেদারল্যান্ডসের আমস্টারডামে রোববার সরকারের জারিকৃত করোনা বিধিনিষেধের বিরুদ্ধে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ। একই ইস্যুতে একই দিনে বেলজিয়ামের ব্রাসেলসেও আন্দোলন করেছে হাজারো বিক্ষোভকারী।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি