ইনিংস বড় করতে পারলেন না সাকিব

সাকিব আল হাসান
সর্বমোট পঠিত : 280 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এরপর দলের হাল ধরেন সাকিব ও মোহাম্মদ মিঠুন। দু'জনে বেশ দায়িত্ব নিয়ে ব্যাটিং করেন। সাকিবের শুরুটা ধীরগতির হলেও অন্যপাশ থেকে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন মিঠুন। এরপর তানভীর ইসলামের বলে ৩৭ বলে ৩৭ রান করেই সাজঘরে ফিরেন মিঠুন। তার বিদায়ে আরও মন্থর ব্যাটিং করেন সাকিব আল হাসান। মিঠুনের সঙ্গে ৫৬ রানের জুটি গড়ার পর মোসাদ্দেকের সঙ্গে ২৮ রানের ছোট জুটি গড়েন সাকিব।

চলছে ইন্ডিপেন্ডেন্স কাপ। বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে ফরম্যাটে সেন্ট্রাল জোনের হয়ে অংশ নিয়েছেন সাকিব আল হাসান। সুদূর যুক্তরাষ্ট্র থেকে ফিরেই নেমে গেছেন খেলতে।

বলা হচ্ছে আসন্ন বাংলাদেশ প্রিনিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতির অংশ হিসেবে সেন্ট্রালের হয়ে খেলছেন দেশসেরা এই অলরাউন্ডার। প্রথম ম্যাচে ইস্ট জোনের বিপক্ষে তার দলের ব্যাটিং ব্যর্থতায় নিজের নামের প্রতিও সুবিচার করতে পারেননি সাকিব। খেলেছেন ৫৮ বলে ৩৫ রানের ইনিংস। অনেকটা টেস্ট মেজাজেই ব্যাট করেছেন ওয়ানডের সেরা অলরাউন্ডার। তার ইনিংসে ছিল মাত্র ২টি চার, ছিলনা কোনও ছয়।

সিলেটে টস হারলেও পূর্বাঞ্চলের আমন্ত্রণে আগে ব্যাট করছে মধ্যাঞ্চল। প্রতিপক্ষ দলের বোলিংয়ের সিদ্ধান্তের পর এদিন ইনিংসের গোড়াপত্তন করেন সৌম্য সরকার  ও মিজানুর রহমান।

ইনিংস উদ্বোধন করতে নেমে সুবিধে করতে পারেননি সৌম্য। সাজঘরে ফিরেন ১৮ বলে ১৩ রান করে। জাতীয় দলের সতীর্থ রুবেল হোসেনের বলে বোল্ড হওয়ার আগে ২ চারে এই রান করেন তিনি। তার বিদায়ের পর দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন আব্দুল মজিদ ও মিজানুর রহমান।

ইনিংসের ১৪তম ওভারে দলীয় ৬৭ রানে মজিদকে (৮) আউট করে এই জুটি ভাঙেন নাঈম হাসান। তার বিদায়ের পরের বলেই আউট হন ৩৬ রান করা মিজানুর। ৪ চার ও ১ ছক্কায় ৪০ বলে ৩৬ রান করে আলাউদ্দিন বাবুর শিকারে পরিণত হন তিনি।

এরপর দলের হাল ধরেন সাকিব ও মোহাম্মদ মিঠুন। দু'জনে বেশ দায়িত্ব নিয়ে ব্যাটিং করেন। সাকিবের শুরুটা ধীরগতির হলেও অন্যপাশ থেকে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন মিঠুন। এরপর তানভীর ইসলামের বলে ৩৭ বলে ৩৭ রান করেই সাজঘরে ফিরেন মিঠুন। তার বিদায়ে আরও মন্থর ব্যাটিং করেন সাকিব আল হাসান। মিঠুনের সঙ্গে ৫৬ রানের জুটি গড়ার পর মোসাদ্দেকের সঙ্গে ২৮ রানের ছোট জুটি গড়েন সাকিব।

এক নজরে দুই দলের একাদশ

বিসিবি উত্তরাঞ্চল:

মার্শাল আইয়ুব, নাঈম ইসলাম, সানজামুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারি, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শফিকুল ইসলাম, আরিফুল হক, আমিনুল ইসলাম বিপ্লব, আকবর আলী ও শফিউল ইসলাম।

বিসিবি দক্ষিণাঞ্চল:

পিনাক ঘোষ, এনামুল হক বিজয়, মাইশুকুর রহমান, তৌহিদ হৃদয়, জাকির হাসান, নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি।


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি