মোংলা বন্দর বণিক সমিতির অভিষেক ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

মোংলা বন্দর বণিক সমিতির অভিষেক ও দোয়া মিলাদ অনুষ্ঠিত
সর্বমোট পঠিত : 120 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সমিতির সভাপতি মো.হাবিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে ৯ জানুয়ারি রবিবার সকাল ১০ টায় বণিক সমিতির মিলনায়তনে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মো. কামরুল হাসান খোকন।

মোংলা বন্দর বণিক সমিতির নব- নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

সমিতির সভাপতি মো.হাবিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে ৯ জানুয়ারি রবিবার সকাল ১০ টায় বণিক সমিতির মিলনায়তনে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মো. কামরুল হাসান খোকন।

তিনি বলেন, ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হওয়া মোংলা বন্দর বণিক সমিতি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের স্বার্থরক্ষা করাই এ সমিতির মুল উদ্দেশ্যে।
সুতরাং আমরা সকল ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে  যেকোন প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করবো। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের সংগঠনকে এগিয়ে নিতে চাই।

অভিষেক অনুষ্ঠানে সমিতির সহ- সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, মো. রফিকুল ইসলাম, সহ- সাধারন সম্পাদক মো. আবু নাছের, মাহবুবুর রহমান মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো. রেদওয়ান আদনান, কোষাধ্যক্ষ মো. ইউছুফ মিয়াজী খোকন, কার্যকরী সদস্য মো. সিরাজুল ইসলাম, জিয়াউর রহমান হিরণ, জাহাঙ্গীর হোসেন, মো. নুরুল হক, মো. আঃ রহিম ভূঁইয়া, মো. নজরুল ইসলাম, মো. অলিয়ার রহমান, মো. শাহ আলম খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুশীল সমাজ এবং বাজার এলাকার তিন শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। অভিষেক অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তৈয়েবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির প্রচার সম্পাদক শেখ মো. আসাদুজ্জামান দুলাল।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি