মেসির পর করোনায় আক্রান্ত দি মারিয়া ও গার্দিওলা

দি মারিয়া, মেসি ও গার্দিওলা। ছবি: সংগৃহীত
সর্বমোট পঠিত : 251 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

আইসোলেশনে আছেন আবেমায়েংসহ গ্যাবন জাতীয় দলের তিনজন। আগামী সপ্তাহের সোমবার প্রথম ম্যাচে কমোরোসের বিপক্ষে ম্যাচ আছে গ্যাবনের। আগামী ১৪ জানুয়ারি ঘানার দ্বিতীয় ম্যাচ। দুটি ম্যাচই মিস করার সম্ভাবনা আছে সবার।

লিওনেল মেসির করোনা আক্রান্তের রেশ এখনও কাটেনি। এর মধ্যে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইয়ে ছোবল পড়েছে করোনাভাইরাসের। এ ভাইরাসের কবলে নতুন করে পড়েছেন পিএসজির দুই ফুটবলার আনহেল দি মারিয়া ও ইউলিয়ান ড্র্যাক্সলার।

এ দিকে কোভিড পজিটিভ হয়েছেন মেসির সাবেক গুরু ও ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগের দল বার্নলির হেড কোচ সিন ডিশও করোনায় আক্রান্ত।

অন্য দিকে করোনায় আক্রান্ত হয়েছেন গ্যাবন জাতীয় দলের অধিনায়ক ও আর্সেনালের তারকা ফুটবলার পিয়েরে-এমেরিক অবামেয়াং। একই দিনে কোভিড পাওয়া গেছে মিডফিল্ডার মারিও লেমিনার। গ্যাবন জাতীয় দলের কোচ আনিকেট ইয়ালার শরীরে কোভিডের উপস্থিতি পাওয়া গেছে।

পৃথক পৃথক বিবৃতিতে করোনায় আক্রান্তের বিষয়গুলো নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

পিএসজির বিবৃতিতে জানানো হয়, করোনায় আক্রান্তের ঘটনায় আইসোলেশনে রাখা হয়েছে দি মারিয়া ও ড্র্যাক্সলারকে। আইসোলেশনে আছেন দলের গোলকিপার দোন্নারুম্মা, লেভিন কুরজাওয়া ও সার্হিও রিকো।

এরা সবাই পিএসজির পরবর্তী ম্যাচে লিঁওর বিপক্ষে মাঠে নামছেন না। তবে কোভিড নেগেটিভ হওয়ায় মেসির ফেরা দলে স্বস্তি দিচ্ছে। ম্যাচে খেলতে পারেন মেসি।

এ দিকে ম্যানচেস্টার সিটির ২১ ফুটবলার সহ ম্যানেজার পেপ গার্দিওলাও আইসোলেশনে রয়েছেন। শুক্রবার এফ এ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে ডাগআউটে থাকছেন না গার্দিওলা। একইভাবে ডাগআউটে থাকছেন না বার্নলির বস সিন ডিশে।

আইসোলেশনে আছেন আবেমায়েংসহ গ্যাবন জাতীয় দলের তিনজন। আগামী সপ্তাহের সোমবার প্রথম ম্যাচে কমোরোসের বিপক্ষে ম্যাচ আছে গ্যাবনের। আগামী ১৪ জানুয়ারি ঘানার দ্বিতীয় ম্যাচ। দুটি ম্যাচই মিস করার সম্ভাবনা আছে সবার।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি