বই বিতরণ অনুষ্ঠান

ঐতিহ্যবাহী ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার সাথে জড়িয়ে আছে দানবীর ইদ্রিস মিয়ার স্মৃতি-- জিহান

বই বিতরণ অনুষ্ঠান
সর্বমোট পঠিত : 394 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর পরিচালক, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহানের সভাপতিত্বে এবং মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব ফজলুল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.এস.এম নূরুল ইসলাম হিরু, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য এ্যাডভোকেট আঃ মান্নান, আলহাজ্ব মোঃ আতর আলী ও লুৎফর রহমান ঠান্ডা প্রমুখ উপস্থিত ছিলেন।

ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর পরিচালক, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান বলেছেন, শেরপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা আমার বাবা দেশের বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও শিল্পপতি মরহুম ইদ্রিস মিয়া তিল তিল করে গড়ে তুলেছেন। তিনি প্রাণের চেয়েও বেশী ভালোবাসেতন এ প্রতিষ্ঠানকে। তার অনেক স্মৃতি জড়িয়ে আছে এ প্রতিষ্ঠানে সাথে। ২ জানুয়ারী মাদ্রাসারা শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ অনুষ্ঠানে সভাপতির ভাষেন তিনি এসব কথা বলেন।
 শেরপুর শহরের শেখহাটিস্থ ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ওই বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব মিসেস রেহানা ইদ্রিস।
ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর পরিচালক, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহানের সভাপতিত্বে এবং মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব ফজলুল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.এস.এম নূরুল ইসলাম হিরু, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য এ্যাডভোকেট আঃ মান্নান, আলহাজ্ব মোঃ আতর আলী ও লুৎফর রহমান ঠান্ডা প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিসেস রেহানা ইদ্রিস বলেন, ১৯৯১ সালে এ মাদ্রাসাটি অনেক কষ্টে শেখহাটির মতো একটি এলাকায় গরীব-অসহায়দের কথা চিন্তা করে তিল-তিল করে গড়ে তুলেছেন ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব ইদ্রিস মিয়া। তিনি আজ আমাদের মাঝে নেই। আমরা তার জন্য দোয়া করি মহান আল্লাহ্ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। ওইসময় তিনি বলেন, যে ঘরে শিক্ষা আছে, সে ঘরে শান্তি আছে। তাই মাদ্রাসার সকল শিক্ষার্থীদের ভালো ভাবে পড়ালেখা করার আহ্বান জানান।  
সভাপতির বক্তব্যে তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান আরো বলেন, শেখহাটিসহ আশেপাশের এলাকার গরীব-অসহায় শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে আমার বাবা প্রয়াত আলহাজ্ব ইদ্রিস মিয়া এ মাদ্রাসাটি গড়ে তুলেছেন। ইতোমধ্যেই এ মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে অনেক ছাত্র/ছাত্রী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। তিনি বলেন, মাদ্রাসায় পড়ালেখা করেও ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী এবং বিভিন্ন অফিসার হওয়া যায়। তাই মাদ্রাসা শিক্ষাকে ছোট করে দেখার কিছু নেই।
ওইসময় তিনি আরও বলেন, সকলের সহযোগিতা নিয়ে এ মাদ্রাসাটি দেশের সেরা মাদ্রাসা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ্।
ওইসময় সহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি