বগুড়ায় বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন

বগুড়ায় বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন
সর্বমোট পঠিত : 292 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

প্রধান অতিথি জেলা প্রশসক বলেন, বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। বঙ্গবন্ধু ছাড়া এদেশ স্বাধীনতার স্বাদ পেতনা। বঙ্গবন্ধুই জাতিকে স্বাধীনতা এনে দিয়েছে।



বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহীদ খোকন পার্কে উদ্বোধন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে চারদিনের বইমেলা শুরু হয়। বগুড়া জেলা প্রশাসনের বাস্তবায়নে মেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বইমেলার উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক।

    প্রধান অতিথি জেলা প্রশসক বলেন, বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। বঙ্গবন্ধু ছাড়া এদেশ স্বাধীনতার স্বাদ পেতনা। বঙ্গবন্ধুই জাতিকে স্বাধীনতা এনে দিয়েছে।

    জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুম আলী বেগের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদের সদস্য মাহফুজুল ইসলাম রাজ।

    মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা চলবে। মেলায় ৪০টি বিভিন্ন বইয়ের স্টল স্থান পেয়েছে। এতে বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিয়ে বেশ কিছু বই স্থান পেয়েছে। বঙ্গবন্ধুকে জানবার জন্য স্কুলের শিক্ষার্থীসহ স্টলে বই কিনতে ভিড় করে সাধারণ মানুষ। মেলার আয়োজক কমিটি মনে করেন শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় এই দিন আরো বেশি ভিড় হবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি