মুজিববর্ষ ও বিজয়ের ৫০ বছরে শেরপুরে ক্রীড়া সংস্থার ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ

মুজিববর্ষ ও বিজয়ের ৫০ বছরে শেরপুরে ক্রীড়া সংস্থার ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ
সর্বমোট পঠিত : 168 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ক্রীড়া প্রতিযোগিতা শেষে আজ ৩০ ডিসেম্বর রাতে শেরপুর ইনডোর স্টেডিয়ামে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের করা হয়। জেলা প্রশাসক মো: মোমিনুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন।

মুজিববর্ষ ও বিজয়ের ৫০ বছর উপলক্ষে শেরপুর জেলা ক্রীড়া সংস্থা দুই সপ্তাহ ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন, হ্যান্ডবল, ভলিবল, কাবাডি, ব্যাডমিন্টন ও এ্যাথলেটিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জেলার প্রায় ৫শতাধিক খেলোয়াড় বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
গত ১৮ ডিসেম্বর শুরু হয়ে আজ ৩০ ডিসেম্বর রাতে ব্যাডমিন্টনের ফাইনাল খেলার মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শেষ হয়।  

ক্রীড়া প্রতিযোগিতা শেষে আজ ৩০ ডিসেম্বর রাতে শেরপুর ইনডোর স্টেডিয়ামে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের করা হয়। জেলা প্রশাসক মো: মোমিনুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জান্নাতুল ফেরদৌস প্রিয়া, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌসী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা প্রমুখ।


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি