শুক্রবার মুক্তি পাচ্ছে 'চিরঞ্জীব মুজিব': বগুড়ায় প্রচারণায় রুবেল ও নায়িকা পূর্ণিমা

শুক্রবার মুক্তি পাচ্ছে 'চিরঞ্জীব মুজিব'
সর্বমোট পঠিত : 284 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) নজরুল ইসলাম চলচ্চিত্রটির পরিচালক ও সংলাপ রচয়িতা। তিনি জানান, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের একটি অংশমাত্র তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। রাজনৈতিক নেতা থেকে নানান সংগ্রাম আর চড়াই-উৎরাইয়ে মধ্য দিয়ে ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার সময়গুলো চিত্রায়ন করার চেষ্টা করা হয়েছে এই সিনেমায়।

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ নির্ভর চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’র মুক্তি উপলক্ষ্যে বগুড়ায় আনন্দ-শোভাযাত্রা করা হয়েছে। এতে অংশ নেন চলচ্চিত্রে বঙ্গবন্ধুর ভূমিকায় থাকা অভিনেতা আহমেদ রুবেল এবং চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।

শুক্রবার ‘চিরঞ্জীব মুজিব’ মুক্তি পাচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরের সাতমাথা এলাকায় সিনেমার প্রচারণার জন্য এ আয়োজন করে জেলা যুবলীগ।

এতে চলচ্চিত্রের পরিচালক নজরুল ইসলাম, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু , যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনসহ সিনেমার কলা-কুশলী এবং স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথা মুজিব মঞ্চে সিনেমাটির প্রচারণা সভার আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) নজরুল ইসলাম চলচ্চিত্রটির পরিচালক ও সংলাপ রচয়িতা। তিনি জানান, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের একটি অংশমাত্র তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। রাজনৈতিক নেতা থেকে নানান সংগ্রাম আর চড়াই-উৎরাইয়ে মধ্য দিয়ে ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার সময়গুলো চিত্রায়ন করার চেষ্টা করা হয়েছে এই সিনেমায়।

তিনি আরও জানান, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু এবং বাঙালির মুক্তিসংগ্রামের সঠিক ইতিহাস তুলে ধরতে ৫ বছর ধরে নিরলস কাজ করে চলচ্চিত্রটির নির্মাণ সম্পন্ন করা হয়েছে। শুক্রবার থেকে বিকেল ৩ টা, সন্ধ্যা ৬ টা ও রাত ৯ টার দিকে মধুবন সিনেপ্লেক্সে ‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শিত হবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি