বিবাহিত ছাত্রীদের হলে থাকতে বাধা নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের
সর্বমোট পঠিত : 381 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

আজ সকালে অন্তঃসত্ত্বা ও বিবাহিত নারী শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকতে না দেওয়ার বিধান বাতিল করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী শিশির মনির। ৩ কার্যদিবসের মধ্যে এ বিধান বাতিল না করলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হলে বিবাহিত ও অন্তঃসত্ত্বাদের থাকার ক্ষেত্রে যে বিধি-নিষেধ ছিল, তা বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী গণমাধ্যমকে একথা বলেন। এখন থেকে বিবাহিত ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকতে পারবেন বলে সিদ্ধান্ত দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তাই এখন থেকে বিবাহিত ছাত্রীদের হলে থাকতে আর কোনো বাধা নেই। তবে সন্তান জন্মদানের আগে ও পরে পরিবারের সঙ্গে শিক্ষার্থীদের থাকা ভালো বলে মনে করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সকালে অন্তঃসত্ত্বা ও বিবাহিত নারী শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকতে না দেওয়ার বিধান বাতিল করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী শিশির মনির। ৩ কার্যদিবসের মধ্যে এ বিধান বাতিল না করলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও জানান তিনি।

এরপর আজ রাতেই বিধানটি বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি