পাঁচ লাখ সদস্যের ঘরে অনুপ্রবেশ

পাঁচ লাখ সদস্যের ঘরে অনুপ্রবেশ ভক্তদের আবেগের গ্রুপ সুপারস্টার শাবনূর

সংগৃহিত
সর্বমোট পঠিত : 791 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

"শাবনূর তাঁর ভক্তদের কাছে এক ভালোবাসা এবং আবেগের নাম।সেই ভালোবাসা থেকে শাবনূরকে নিয়ে আলোচনা করার জন্য ক্রিয়েট করা হয়েছিল সুপারস্টার শাবনূর গ্রুপ।সদস্যদের অক্লান্ত পরিশ্রমে স্বল্প সময়ে গ্রুপটি জনপ্রিয় হয়ে উঠে এবং এখন পর্যন্ত শাবনূরের এক নাম্বার গ্রুপ হিসেবে আলোচনাতে আছে।আশা করি ভবিষ্যৎ এ গ্রুপটি আরও এগিয়ে যাবে।অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই গ্রুপের সকল সদস্যদের।"

নব্বই দশকের সাড়া জাগানো কিংবদন্তী নায়িকা শাবনূর রুপালি পর্দায় অনিয়মিত প্রায় এক দশক ধরে।সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে রয়েছেন সুদূর অস্ট্রেলিয়াতে।কিন্তু ঢালিউডের এই জনপ্রিয় নায়িকা প্রতিনিয়ত রয়েছেন সোসাল মিডিয়ায় ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।মিডিয়া থেকে দূরে থেকেও সম্প্রতি শাবনূরের এক গ্রুপে দেখা গেলো তাকে নিয়ে ভক্তদের আনন্দ উল্লাস।অতি দ্রুত সময়ে সুপারস্টার শাবনূর নামে এই গ্রুপে পাঁচ লাখ সদস্যের কোটা অতিক্রম করাতে ভক্তরা কেক কেটে উদযাপন করেছেন প্রিয় তারকার এই গ্রুপটিতে।অনেককে দেখা গেলো লাইভে এসে এবং লেখার মাধ্যমে প্রিয় মানুষটিকে নিয়ে নিজেদের অনুভুতি শেয়ার করতে।এই প্রসঙ্গে কথা বলেছিলেন, গ্রুপের এডমিন শারমিন ইসলাম।

 "শাবনূর তাঁর ভক্তদের কাছে এক ভালোবাসা এবং আবেগের নাম।সেই ভালোবাসা থেকে শাবনূরকে নিয়ে আলোচনা করার জন্য ক্রিয়েট করা হয়েছিল সুপারস্টার শাবনূর গ্রুপ।সদস্যদের অক্লান্ত পরিশ্রমে স্বল্প সময়ে গ্রুপটি জনপ্রিয় হয়ে উঠে এবং এখন পর্যন্ত শাবনূরের এক নাম্বার গ্রুপ হিসেবে আলোচনাতে আছে।আশা করি ভবিষ্যৎ এ গ্রুপটি আরও এগিয়ে যাবে।অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই গ্রুপের সকল সদস্যদের।"

উল্লেখ্য,১৯৯৩ সালে ক্যাপ্টেন এহতেশামের হাত ধরে 'চাঁদনী রাতে' সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শাবনূরের।প্রথম ছবি ব্যর্থ হলেও শাবনূর তার নিজ প্রতিভায় পরবর্তীতে খুব অল্প সময়ে হয়ে উঠেন ঢালিউডের দাপুটে নায়িকা।সালমান শাহরের সাথে জুটি গড়ে উপহার দিতে থাকেন দারুণ সব ব্যবসাসফল সিনেমা।সালমানের মৃত্যুর পর শাবনূর জুটি গড়েন রিয়াজের সাথে।একে একে ফেরদৌস,শাকিব,মান্নার সাথেও শাবনূর দেখা যায় অভিনয় করতে।'তুমি আমার,স্বপ্নের ঠিকানা,তোমাকে চাই,সুজন সখী,নিরন্তর,কাল সকালে,চার সতীনের ঘর,বাঙলা,প্রাণের মানুষ,বউ শাশুড়ির যুদ্ধ,স্বামী স্ত্রীর যুদ্ধ,মোল্লা বাড়ির বউ,ফুলের মত বউ,নারীর মন,বিয়ের ফুল মত অসংখ্য হিট,সুপারহিট ছবির নায়িকা শাবনূর।২০০৫ সালে 'দুই নয়নের আলো' চলচ্চিত্রের মাধ্যমে শাবনূর তার ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি