নিউজিল্যান্ড সফরেও থাকছেন না তামিম

তামিম ইকবাল
সর্বমোট পঠিত : 262 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আজ সে লন্ডনে ডাক্তারের সঙ্গে দেখা করেছে। অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে জানালেও ডাক্তার ওকে এক মাসের বিশ্রাম দিয়েছে। অর্থাৎ সে নিউজিল্যান্ড সফরেও যেতে পারছে না।’

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেই খেলার কথা ছিল দীর্ঘদিন মাঠের বাইরে থাকা তামিম ইকবালের। কিন্তু নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগে আঙুলে চোট পেয়ে এই সিরিজ খেলা হয়নি তার। সেই চোট থেকে এখনো সেরে না ওঠায় এবার নিউজিল্যান্ডের বিপক্ষে তার দলে থাকা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আজ সে লন্ডনে ডাক্তারের সঙ্গে দেখা করেছে। অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে জানালেও ডাক্তার ওকে এক মাসের বিশ্রাম দিয়েছে। অর্থাৎ সে নিউজিল্যান্ড সফরেও যেতে পারছে না।’

এদিকে, গতকাল (২২ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাবর আজমের মারা শট ঠেকাতে গিয়ে আঙুলে চোট পান তাসকিন আহমেদ। 

তাসকিনের ব্যাপারে দেবাশীষ বলেন, ‘সেলাই লেগেছে। এক সপ্তাহ পর যেতে বলেছে। তখন সেলাই খুললে বোঝা যাবে কী অবস্থা। ওই সময় পর্যন্ত সে ঢাকাতেই থাকবে।’

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি