হাফ পাস চালুর দাবিতে সাইন্সল্যাবে গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ

গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ
সর্বমোট পঠিত : 259 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সড়কে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গতবারের সড়ক আন্দোলনে ও শিক্ষার্থীদের দাবি ছিল হাফ ভাড়া নিশ্চিত করা। কিন্তু দীর্ঘদিনেও তা বাস্তবায়ন হয়নি। প্রশাসন কালক্ষেপণ করছে। তাই আবারও সাধারণ শিক্ষার্থীরা সড়কে নেমেছে যেন তাদের এ দাবি আদায় হয়।

বাসে হাফ পাস চালুর দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেছে কলেজ শিক্ষার্থীরা।

আজ দুপুর সাড়ে ১২টায় সায়েন্সল্যাবের ল্যাবএইড হাসপাতালের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

সড়কে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গতবারের সড়ক আন্দোলনে ও শিক্ষার্থীদের দাবি ছিল হাফ ভাড়া নিশ্চিত করা। কিন্তু দীর্ঘদিনেও তা বাস্তবায়ন হয়নি। প্রশাসন কালক্ষেপণ করছে। তাই আবারও সাধারণ শিক্ষার্থীরা সড়কে নেমেছে যেন তাদের এ দাবি আদায় হয়।

ধানমন্ডি থানার ওসি একরাম আলী মিয়া জানান, বাসে হাফ পাস চালুর দাবিতে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা গাড়ি ভাঙচুর করেন। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি