করোনা কালীন সময়ে শেরপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগ জেলাজুড়ে প্রশংসা কুড়িয়েছে

শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে ২শতাধিক পরিবার পেলো খাদ্য সহায়তা

খাদ্য সহায়তা
সর্বমোট পঠিত : 274 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

করোনা কালীন সময়ে শেরপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগ জেলাজুড়ে প্রশংসা কুড়িয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সাংবাদিকদের পাশাপাশি জেলা প্রশাসন ও স্বাস্থ্যকর্মীরা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

স্টাফ রিপোর্টার:
করোনা কালীন সময়ে শেরপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগ জেলাজুড়ে প্রশংসা কুড়িয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সাংবাদিকদের পাশাপাশি জেলা প্রশাসন ও স্বাস্থ্যকর্মীরা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

১৯ জুলাই সোমবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শেরপুর জেলা প্রশাসনের অর্থায়নে প্রেসক্লাবের উদ্যোগে ২শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্য সহায়তা বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

প্রেসক্লাবের সাধারন সম্পাদক মেরাজ উদ্দিন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, হুইপ কণ্যা ডা. শারমিন রহমান অমি, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এস এম শহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল ও মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, প্রচার সম্পাদক জুবাঈদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায় ও হাকিম বাবুল প্রমুখ।

বিতরনকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল, ১ কেজি মুশুর ডাল,২ কেজি আলু, ১ কেজি লবণ ও ১ লিটার তেল।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি