বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে : প্রিন্স

বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে : প্রিন্স
সর্বমোট পঠিত : 290 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সরকারের নিষ্ঠুরতার জবাব এক দিন জনগণ দেবে মন্তব্য করে প্রিন্স আরও বলেন, পুলিশ দিয়ে আন্দোলন কখনও বন্ধ করা যাবে না। যারা শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ দিয়ে বাধা সৃষ্টি করে তাদের মুখে কখনও গণতন্ত্রের কথা মানায় না। সাধারণ মানুষ এখন জেগে উঠতে শুরু করেছে। তাই বেশি দিন আর এই সরকার টিকে থাকতে পারবে না।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। সরকার জেনে-বুঝেও তাকে বিদেশ নিতে দিচ্ছেন না। বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে।

তিনি বলেন, যত দিন না পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানো হবে তত দিন রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

শনিবার (২০ নভেম্বর) সকালে  ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে ময়মনসিংহ জেলা উত্তর-দক্ষিণ ও মহানগর বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স এসব কথা বলেন।

সরকারের নিষ্ঠুরতার জবাব এক দিন জনগণ দেবে মন্তব্য করে প্রিন্স আরও বলেন, পুলিশ দিয়ে আন্দোলন কখনও বন্ধ করা যাবে না। যারা শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ দিয়ে বাধা সৃষ্টি করে তাদের মুখে কখনও গণতন্ত্রের কথা মানায় না। সাধারণ মানুষ এখন জেগে উঠতে শুরু করেছে। তাই বেশি দিন আর এই সরকার টিকে থাকতে পারবে না।

গণঅনশন কর্মসূচিতে আরও বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা আহবায়ক সভাপতি ডা. মাহবুবুর রহমান লিটন ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন বাবলু এবং উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দসহ অন্যান্যরা।


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি