গত দুই বছরের মতো এবারও লোকসানের শঙ্কা করছেন বিক্রেতারা

কোরবানির চামড়া কেনাবেচা শুরু, দাম না পাওয়ার অভিযোগ

চামড়া
সর্বমোট পঠিত : 87 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ক্রেতাদের যুক্তি, সরকার লবণযুক্ত চামড়ার দর ঠিক করে দিয়েছে, তাই নির্ধারিত দামের তুলনায় প্রতি বর্গফুট কাঁচা চামড়া ১০ থেকে ১৫ টাকা দরে কেনা হচ্ছে।

কোরবানির চামড়া কেনাবেচার শুরুতেই দাম না পাওয়ার অভিযোগ তুলেছেন মৌসুমী বিক্রেতারা।

ক্রেতাদের যুক্তি, সরকার লবণযুক্ত চামড়ার দর ঠিক করে দিয়েছে, তাই নির্ধারিত দামের তুলনায় প্রতি বর্গফুট কাঁচা চামড়া ১০ থেকে ১৫ টাকা দরে কেনা হচ্ছে।

রাজধানীর সায়েন্সল্যাবে কয়েকটি ট্যানারির কেনা চামড়ার তথ্য বলছে, ৩০ থেকে ৩৫ বর্গফুটের গরুর চামড়া কেনা হয়েছে ৬'শ থেকে ৭'শ টাকায়। অর্থাৎ প্রতি বর্গফুটের লবণছাড়া চামড়ার দাম পড়ছে ২০ থেকে ২৫ টাকা। যদিও ঢাকার মধ্যে লবণযুক্ত গরুর চামড়ার দাম ৪০ থেকে ৪৫ টাকা ঠিক করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এমন অবস্থায় গত দুই বছরের মতো এবারও লোকসানের শঙ্কা করছেন বিক্রেতারা। চামড়ার দর বিপর্যয় এড়াতে তিন ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। ৩০ বছর পর দেশ থেকে ওয়েট ব্লু  রপ্তানি হচ্ছে। বিভাগীয় পর্যায়ে গঠন করা হয়েছে তদারকি কমিটি। আর কোরবানির ৪৮ ঘন্টার মধ্যে বাইরে থেকে রাজধানীতে কাঁচা চামড়া যাতে না আসে, সেজন্য জননিরাপত্তা বিভাগের কাছে সাহায্য চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি