শেরপুরে প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত

দীর্ঘ দুই দশক ধরে সমাজ সেবার মাধ্যমে অসামান্য অবদান রাখার জন্য শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান
সর্বমোট পঠিত : 251 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ বলেন, সূর্য যেমন অন্ধকারকে দূর করে পৃথিবীতে আলো এনে দেয় তেমনি প্রথম আলো তার ছড়ানো আলো দিয়ে সমাজকে আলোকিত করছে। প্রথম আলো দুর্নীতিমুক্ত, আধুনিক ও বিজ্ঞানমনষ্ক একটি সমাজ বিনির্মাণে দীর্ঘ ২৩ বছর ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বস্তুনিষ্ঠ, সাহসী আর নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে এটি দেশের একটি শ্রেষ্ঠ সংবাদপত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে।

‘ভালোর সাথে আলোর পথে’ এ স্লোগানকে সামনে রেখে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরে জনপ্রিয় জাতীয় দৈনিক প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে প্রথম আলো বন্ধুসভা, শেরপুর জেলা শাখার আয়োজনে শহরের মাধবপুর এলাকার শেরপুর রোটারী ক্লাব ভবনে প্রীতিসম্মিলনীর আয়োজন করা হয়। এতে আলোচনা সভা, দুইজন গুণীব্যক্তিকে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়।

আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী সঞ্চিতা হোড় দীপু, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া, নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুর কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক আইরীন পারভীন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আলীম, কবি সংসদ বাংলাদেশের সভাপতি তালাত মাহমুদ, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, শেরপুর শাখার ব্যবস্থাপক মাহবুব হাসান, শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত  সভাপতি মলয় মোহন বল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী। এতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ বলেন, সূর্য যেমন অন্ধকারকে দূর করে পৃথিবীতে আলো এনে দেয় তেমনি প্রথম আলো তার ছড়ানো আলো দিয়ে সমাজকে আলোকিত করছে। প্রথম আলো দুর্নীতিমুক্ত, আধুনিক ও বিজ্ঞানমনষ্ক একটি সমাজ বিনির্মাণে দীর্ঘ ২৩ বছর ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বস্তুনিষ্ঠ, সাহসী আর নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে এটি দেশের একটি শ্রেষ্ঠ সংবাদপত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে।

অনুষ্ঠানে দীর্ঘ দুই দশক ধরে সমাজ সেবার মাধ্যমে অসামান্য অবদান রাখার জন্য শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া ও দীর্ঘ ৫০ বছর ধরে জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদান রাখার জন্য বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, শেরপুর জেলা শাখার সভাপতি সঞ্চিতা হোড় দীপুকে প্রথম আলোর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা হিসেবে তাঁদের হাতে ক্রেস্ট প্রদান ও গলায় উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। পরে স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

অনুষ্ঠানশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন শেরপুর বন্ধুসভার সভাপতি মাশুকুর রহমান মিশুক। এতে সাধারণ সম্পাদক রবিন সাহাসহ শেরপুর বন্ধুসভার সকল সদস্য সহযোগিতা করেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি