পর্যটন নিয়ে বিশ্বব্যাপী প্রচারণার পরিকল্পনা

পর্যটন নিয়ে বিশ্বব্যাপী প্রচারণার পরিকল্পনা
সর্বমোট পঠিত : 322 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও জাবেদ আহমেদ বলছেন, পরিকল্পনা আছে, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারণার মাধ্যমে বৈচিত্রময় বাংলাদেশকে আমরা বিশ্ববাসীর কাছে তুলে ধরবো। আর ট্যুর অপারেটারদের সংগঠন টোয়াবের সভাপতি রাফেউজ্জামান বলছেন, আন্তর্জাতিকভাবে প্রচারণার পাশাপাশি গুরুত্ব দেয়া হবে সোস্যাল মিডিয়ার প্ল্যাট ফর্মেও।

বৈচিত্রময় বাংলাদেশ। যার অপার সৌন্দর্যে হরহামেশাই মুগ্ধ হন দেশ-বিদেশের ভ্রমণ পিপাসুরা। তাই দেশের পর্যটন শিল্পের সম্ভাবনা অপরিসীম। স্বল্প আয়তনের বাংলাদেশে রয়েছে, পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত, বন, পাহাড়, আর বৈচিত্রময় প্রাচীন নিদর্শন। যা সহজেই পর্যটকদের আকর্ষন করে। যদিও দেশের প্রাকৃতিক সৌন্দর্যের খুব একটা পরিচিতি নেই বিশ্ব দরবারে।

এশিয়ার অনেক দেশই ভ্রমনপিপাসুদের কাছে বিজ্ঞাপনের মাধ্যমে তাদের পর্যটনখাত তুলে ধরে সফল হয়েছে। এবার পর্যটনের প্রচারণা নিয়ে সভা-সেমিনার থেকে বেরিয়ে বড়সড় পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে বিজ্ঞাপন।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও জাবেদ আহমেদ বলছেন, পরিকল্পনা আছে, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারণার মাধ্যমে বৈচিত্রময় বাংলাদেশকে আমরা বিশ্ববাসীর কাছে তুলে ধরবো। আর ট্যুর অপারেটারদের সংগঠন টোয়াবের সভাপতি রাফেউজ্জামান বলছেন, আন্তর্জাতিকভাবে প্রচারণার পাশাপাশি গুরুত্ব দেয়া হবে সোস্যাল মিডিয়ার প্ল্যাট ফর্মেও।

কোভিড পরবর্তী শিগগরিই বিদেশি পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। উদ্দেশ্য বিপর্যস্ত পর্যটনখাতকে আবারও চাঙ্গা করার। আর এজন্য বাড়াতে হবে প্রচারণা। প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি বাংলাদেশ এখন ভ্রমণপিপাসুদের জন্য নিরাপদ।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি