শ্রীবরদীতে স্ট্যাম্পে স্বাক্ষর না দেওয়ায় বাঁশ দিয়ে বসত বাড়ি ঘিরার অভিযোগ

শ্রীবরদীতে স্ট্যাম্পে স্বাক্ষর না দেওয়ায় বাঁশ দিয়ে বসত বাড়ি ঘিরার অভিযোগ
সর্বমোট পঠিত : 62 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এ বিষয়ে অভিযুক্ত মো: মনির মিয়া বলেন, এলাকার লোকজনসহ গন্যমান্য ব্যক্তিবর্গগণ আপোষের জন্য তাহার নিকট স্ট্যাম্পে স্বাক্ষর চেয়েছিল। এছাড়াও তার গরু বাছুর আমাদের ধান ক্ষেত নষ্ট করার জন্য বাশঁ দিয়ে ঘির দিয়েছি।

শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধি:
শ্রীবরদীতে গ্রাম্য বিচারে বৈঠকে স্ট্যাম্পে স্বাক্ষর না দেওয়ায় বাঁশ দিয়ে বসত বাড়ি ঘির দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার তাতিহাটী ইউনিয়নের ঝালুপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী ঝালুপাড়া গ্রামের মৃত ময়দান আলীর ছেলে মমতাজ আলী (৫৫) ও তার পরিবার প্রায় এক সপ্তাহ থেকে গরু ছাগল গোয়াল ঘর থেকে বাহির করতে পারছেন না বলে অভিযোগ তুলেছেন।

মমতাজ আলী জানান, ঝালুপাড়া গ্রামের মৃত মকবুল মুন্সীর ছেলে মো: মনি মিয়া (৪০)গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধ নিষ্পত্তির জন্য ওই গ্রামের বাছেদ আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ গ্রাম্য আপোষ মিমাংসার বৈঠকে বসেন। বৈঠকে তিনশ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর চায় কালাম, ছালুম উদ্দিন, কাপাসু, বাছেদ আলীসহ উপস্থিত ব্যক্তিরা। আমি স্বাক্ষর না দেওয়ায় বৈঠক ভেঙ্গে দেওয়া হয়। গত শনিবার সকালে মো: মনি মিয়া (৪০) শাহজাহান (৫০) মো: জালাল মিয়া (৪০), মো: ইমান আলী (৪৫)সহ প্রায় ৩০-৪০জন ব্যক্তি এসে আমার বসত বাড়ির সামনে বাঁশের ঘির দিয়ে আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে। আমি প্রায় এক সপ্তাহ যাবত গরু বাহির করতে পারতেছি না এবং আমাদের চলাচলে অসুবিধা হচ্ছে।

এ ব্যাপারে গন্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যে বাছেদ আলী বলেন, মমতাজ আলী আমার চাচা। জমি নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। বিষয়টি আমরা পারিবারিকভাবে বসে মিমাংসা করেছিলাম। আপোষ নামায় মমতাজ আলী স্বাক্ষর না করায় বিরোধটি মিমাংসা করা সম্ভব হয়নি।

এ বিষয়ে অভিযুক্ত মো: মনির মিয়া বলেন, এলাকার লোকজনসহ গন্যমান্য ব্যক্তিবর্গগণ আপোষের জন্য তাহার নিকট স্ট্যাম্পে স্বাক্ষর চেয়েছিল। এছাড়াও তার গরু বাছুর আমাদের ধান ক্ষেত নষ্ট করার জন্য বাশঁ দিয়ে ঘির দিয়েছি।

এ ঘটনায় তাতিহাটী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউ.পি সদস্য মো: ছামিউল হক বলেন, আমি আজ ২৩ অক্টোবর (শনিবার) সকালে বাঁশ দিয়ে ঘির দেওয়া দেখে এসেছি। রাতে বিষয়টি নিয়ে বসব।


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি