নালিতাবাড়ীতে বোমা বিস্ফোরণে কিশোর আহত

নালিতাবাড়ীতে বোমা বিস্ফোরণে কিশোর আহত
সর্বমোট পঠিত : 207 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

আহত রনির পরিবার ও বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্ভবত পাথর ভাঙার বোমাটি কোন কারণে পাথর খনিতে অবিস্ফোরিত রয়ে যায়। পরবর্তীতে ভুটান থেকে পাথর আমদানীর সময় পাথরের সাথে মিশে বোমাটি নাকুগাঁও বন্দরে চলে আসে।

পাথর ভাঙার বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরে কর্মরত এক কিশোর পাথর শ্রমিক। আহত ওই শ্রমিকের নাম রনি। সে উপজেলার উত্তর কাপাশিয়া গ্রামের চাঁন মিয়া ছেলে।

পারিবারিক সূত্র জানায়, শুক্রবার নাকুগাঁও স্থলবন্দরের পাথর কোয়ারিতে কাজ করছিল চৌদ্দ বছর বয়সী পাথর শ্রমিক রনি। সন্ধ্যা পাঁচটার দিকে পাথরের মাঝে ছোট একটি ইলেক্ট্রনিক ডিভাইসের মতো কিছু একটা পেয়ে কৌতুহলবশত হাতে নেয় এবং বন্দরের কাছেই ভাড়ায় নেওয়া ঘরে যায় সে। পরে সেটিকে নাড়াচাড়ার একপর্যায়ে ডিভাইসে লাগানো দুটি ক্যাবল একসাথে লাগানোর চেষ্টা করে। এসময় ওই সেটি বিস্ফোরিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় কিশোর রনি। এমতাবস্থায় রনির নানী পাথল শ্রমিক হরবলা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। কিন্তু পরবর্তীতে রনির শারিরিক অবস্থা খারাপ হলে রাত নয়টার দিকে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রনিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত রনির পরিবার ও বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্ভবত পাথর ভাঙার বোমাটি কোন কারণে পাথর খনিতে অবিস্ফোরিত রয়ে যায়। পরবর্তীতে ভুটান থেকে পাথর আমদানীর সময় পাথরের সাথে মিশে বোমাটি নাকুগাঁও বন্দরে চলে আসে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মামুন জানান, বাম হাত ও পায়ে বেশি জখম হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে ক্ষত হয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি