শেরপুর জেলা ফুটবল লীগে দূর্বার তরুণ সংঘকে ২-০ গোলে হারালো সূর্য্যসেনা ক্লাব

ছবিতে: দূর্বার তরুণ সংঘের খেলোয়াড়/ মাঠে খেলায়
সর্বমোট পঠিত : 231 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এদিকে, দ্বিতীয়ার্ধের শুরুতে খেলার ৪৯ মিনিটে সূর্য্যসেনার ডিফেন্ডার জিয়াউর রহমান প্রতিপক্ষের খেলোয়াড়কে মারাত্মক ফাউল করলে রেফারী আক্তারুজ্জামান ইসমাইল তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেন। এবং পেলান্টি পেলেও গোল করতে ব্যর্থ হয় দূর্বার তরুণ সংঘ, নওহাটা। দলীয় অধিনায়ক পেলান্টি শট নিয়েও গোল না করতে পারায় হতাশ হয়ে পরেন তাদের খেলোয়াড়রা।

শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ জেলা ফুটবল লীগে ২২ অক্টোবর শুক্রবারের খেলায় দূর্বার তরুণ সংঘ, নওহাটাকে দুই অর্ধে দেওয়া দুই গোলের সুবাদে ২-০ গোলের অনায়াস জয় পেয়েছে সূর্য্যসেনা স্পোর্টিং ক্লাব।

শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে খেলার প্রথমার্ধের ১৪ মিনিটে সূর্য্যসেনার আক্রমণভাগের খেলোয়াড় মোখলেছুর রহমানের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া জোড়ালো শটের বল দূর্বার তরুণ সংঘের জালে জড়ালে তারা উল্লাসে মেতে ওঠে। দ্বিতীয়াধের ৮৮ মিনিটে সূর্য্যসেনার ফরোয়ার্ড জিহাদ মোল্লা গোল করলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সূর্য্যসেনা স্পোর্টিং ক্লাব।

এদিকে, দ্বিতীয়ার্ধের শুরুতে খেলার ৪৯ মিনিটে সূর্য্যসেনার ডিফেন্ডার জিয়াউর রহমান প্রতিপক্ষের খেলোয়াড়কে মারাত্মক ফাউল করলে রেফারী আক্তারুজ্জামান ইসমাইল তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেন। এবং পেলান্টি পেলেও গোল করতে ব্যর্থ হয় দূর্বার তরুণ সংঘ, নওহাটা। দলীয় অধিনায়ক পেলান্টি শট নিয়েও গোল না করতে পারায় হতাশ হয়ে পরেন তাদের খেলোয়াড়রা।

ডিএফএ কর্মকর্তারা জানান, গত ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ শেরপুর জেলা ফুটবল লীগের খেলা। এবারের জেলা ফুটবল লীগে ১৬টি ক্লাব/সংস্থার দল ৪টি গ্রুপে ভাগ হয়ে লীগভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি