শেরপুর জেলা ফুটবল লীগে চকপাঠক ক্রীড়াচক্র ৪-২ গোলে জয়ী ॥

চকপাঠক ক্রীড়াচক্র ৪-২ গোলে জয়ী
সর্বমোট পঠিত : 287 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ জেলা ফুটবল লীগে ২১ অক্টোবর বৃহস্পতিবারের খেলায় অ্যাকটিভ ক্লাবের বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে চকপাঠক ক্রীড়াচক্র। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে শুরু থেকেই দু’দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলাতে থাকে।

শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ জেলা ফুটবল লীগে ২১ অক্টোবর বৃহস্পতিবারের খেলায় অ্যাকটিভ ক্লাবের বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে চকপাঠক ক্রীড়াচক্র। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে শুরু থেকেই দু’দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলাতে থাকে।

কিন্তু শুরুর ৬ মিনিটের মাথায় চকপাঠকের আক্রমণভাগের খেলোয়াড় শামীম মিয়ার একটি বল নিজেদের ডি-বক্সের ভেতর ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন অ্যাকটিভ ক্লাবের ডিফেন্ডার রাসেল মিয়া। পরে খেলার ১২ মিনিটের সময় বাম প্রান্ত দিয়ে আক্রমণে ওঠে চকপাঠকের আল-আমিন ডি-বক্সের বাইরে থেকে লব করলে গোলাকিপারের মাথার ওপর দিয়ে সরাসরি বল জালে প্রবেশ করলে ২-০ গোলে পিছিয়ে পড়ে অ্যাকটিভ ক্লাব। পর পর দুই গোল হজম করলেও দমে যায়নি অ্যাকটিভ ক্লাব। প্রতি আক্রমণে ওঠে প্রথমার্ধের ৪০ মিনিটের সময় অ্যাকটিভের মিডফিল্ডার সিদ্দিক একটি গোল করে ব্যবধান কমিয়ে এনে বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে মুহুমূর্হু আক্রমনে চকপাঠকের ডিফেন্সে হানা দিয়ে ৫৫ মিনিটের মাথায় অ্যাকটিভের মিডফিল্ডার রিপন মিয়া গোল আদায় করে নেয়। এতে ২-২ গোলের সমতায় খেলা জমে ওঠে। কিন্তু প্রতিআক্রমণ থেকে খেলার ৬৬ ও ৭৬ মিনিটে চকপাঠকের ডিফেন্ডর হাকিম ও মিডফিল্ডার ইউসুফ দু’টি গোল করলে ৪-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চকপাঠক ক্রীড়াচক্র।  

ডিএফএ কর্মকর্তারা জানান, গত ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ শেরপুর জেলা ফুটবল লীগের খেলা। এবারের জেলা ফুটবল লীগে ১৬টি ক্লাব/সংস্থার দল ৪টি গ্রুপে ভাগ হয়ে লীগভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। লীগের স্পন্সর হয়েছে জেএন্ডএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আবেদীন হাসপাতাল।


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি